Buddhadeb Bhattacharjee News: সাতদিন পর ইচ্ছেপূরণ! স্থিতিশীল বুদ্ধদেবকে আজ তরল খাবার দেওয়ার পরিকল্পনা – buddhadeb bhattacharjee latest health news is that some liquid food will be given to former chief minister


Buddhadeb Bhattacharya Health Update: হাসপাতালে কেটে গিয়েছে সাতদিন। অনেকটাই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের মতো শ্বাসপ্রশ্বাসের কষ্ট আর তেমন নেই। টানা দরকার পড়ছে না বাইপ্যাপেরও। চিকিৎসকদের সঙ্গেও ভালোভালে কথা বলছেন তিনি। ইতিমধ্যেই দেশের অন্যতম সেরা পালমোলজিস্ট ডঃ ধীমান গঙ্গোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করেছেন এবং উপযুক্ত পরামর্শ দিয়েছেন বলে খবর। তাঁর পরামর্শ অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে দুপুরে বসবে মেডিক্যাল বোর্ডের বৈঠক।

ভেন্টিলেশন থেকে বাইরে বেরনোর পর থেকেই রাইস টিউব থেকে বাইপ্যাপ, শরীর থেকে সমস্ত নল খুলে ফেলার জন্য চিকিৎসকদের কাছে আবেদন করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন রাইলস টিউব খুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তরল খাবার দেওয়ার পরিকল্পনা করেছে হাসপাতাল। তাঁকে এদিন অল্প হলেও তরল কিছু খাওয়ার দিয়ে দেখা হবে তিনি খেতে পারছেন কিনা। সূত্রের দাবি, এদিন তাঁকে কাস্টার্ড ও দই জাতীয় কিছু খাওয়ার দেওয়া হতে পারে। এই নরম জাতীয় খাবার বুদ্ধদেব ভট্টাচার্য খেতে পারলে আরও কিছুটা নিশ্চিন্ত হবেন চিকিৎসকেরা। তিনি একটু সুস্থ হওয়ার পর থেকেই হাসপাতালে আর থাকতে চাইছেন না। চিকিৎসকেরাও যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধবাবুকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছেন।
Buddhadeb Bhattacharjee News: পাঁচদিন বাদে বললেন কথা, আম খাওয়ার আবদার বুদ্ধদেব ভট্টাচার্যের

এদিন হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী., প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসে সংক্রমণ আগের থেকে কমেছে। চলছে অ্যান্টিবায়োটিকের কোর্স। এদিনের রুটিন পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্চ্রীর শরীরে ক্রিয়েটিনের মাত্রা স্বাভাবিক। বুদ্ধদেব ভট্টাচার্যর সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ এখন স্বাভাবিকের কাছাকাছি। উল্লেখ্য, শনিবার ভর্তির সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর CRP ভ্যালু ছিল ৩০০-এর কাছাকাছি। একইসঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তের বাকি প্যারামিটারও স্বাভাবিক। আগের থেকে বেড়েছে হিমোগ্লোবিন।
Buddhadeb Bhattacharjee News: ভালো আছেন বুদ্ধদেব, রাইলস টিউব ছাড়া খাওয়ানো নিয়ে চিন্তাভাবনা

বৃহস্পতিবার বুকের USG-ও হয় তাঁর। তাতে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুস ও হৃদযন্ত্রের চারপাশে থাকা আস্তরণে সামান্য জল রয়েছে বলে জানা গিয়েছে। যদিও তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা । পালমোনালজিস্ট ডঃ ধীমান গঙ্গোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *