Dakshin 24 Pargana Murder : ব্যাঙ্ক থেকে ফিরে দাদার অবস্থা চিৎকার! ভাড়াটিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বাড়িওয়ালির – narendrapur landlord allegedly murdered by tenant in dakshin pargana


সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভাড়াটিয়া ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৄতদের বিরুদ্ধে ৩০৬, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের ৫দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে। হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Raiganj News : প্রেম করে পালিয়ে বিয়ে! স্বামীর সঙ্গে ঝগড়ার পর জলাশয় থেকে উদ্ধার বধূর দেহ
নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ চক্রবর্তী ও তার বোন মীনাক্ষী চক্রবর্তী। ভাই-বোন দু’জনেই থাকতেন ওই বাড়িতে। দুজনেই অবিবাহিত এবং তাদের বয়স পঞ্চাশ বছরের বেশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রকাশ ঘোষ নামে এক ব্যক্তিকে তাঁরা বাড়ি ভাড়া দেন। স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে থাকত প্রকাশ। দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ারা সোমনাথ ও তাঁর বোন মীনাক্ষীর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সোমনাথ ও মীনাক্ষীর কোনও উত্তরাধিকারী না থাকার কারণে প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি দখল করার চেষ্টা করে। নানারকমভাবে বয়স্ক ভাই ও বোনের উপর অত্যাচার করা হত ৷ তাদের হেনস্থাও করা হত ৷ এই বিষয় একাধিকবার তারা থানাতেও জানিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Dhupguri Crime : ভাগ্নের ছক, দুষ্কৃতী পাঠিয়ে মামাকে খুন! ধূপগুড়িতে চাঞ্চল্য
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৄহস্পতিবার মীনাক্ষী চক্রবর্তী দুপুরের দিকে ব্যাঙ্কে গিয়েছিলেন৷ তাঁর আরও কিছু কাজ ছিল বলে বাড়ি ফিরতে রাত হয় ৷ বাড়ি ফিরে তাঁর দাদা সোমনাথ চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখেন৷ দাদাকে এই অবস্থায় দেখে তিনি চিৎকার করে ওঠেন। মীনাক্ষীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে জড়ো হন। এই ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ এই ঘটনার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বোন মীনাক্ষী। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। গভীর রাতে পুলিশ এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

Crime News : মাইহারের পর উজ্জয়নী, নাবালিকাকে ধর্ষণে অভিযোগে ধৃত ২
শুক্রবার মৃত সোমনাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় দাদাকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন মীনাক্ষী। ঘটনার তদন্তে নেমে আজ সকালে ভাড়াটিয়া প্রকাশ ঘোষ ও তার ছেলে সুদীপ ঘোষকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄত প্রকাশ ঘোষের স্ত্রী রুবি ঘোষ বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই ৷ আমাদের অকারণে ফাঁসানো হচ্ছে ৷ বিভিন্ন কারণে ভাই-বোনের মধ্যে অশান্তি হত, সেই কারণে এমন হয়ে থাকতে পারে।। এমনকী আমরা যে জায়গায় বসবাস করেন, সেটা টাকা দিয়ে কিনে নিয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *