Dengue Fever : ফের ডেঙ্গি আক্রান্তের হদিশ জেলায়, আতঙ্কে জয়নগরের বাসিন্দারা – a young man from jayanagar is infected with dengue


বারুইপুর, ক্যানিংয়ের পর এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন জয়নগরের এক যুবক। আর এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জয়নগর ১ নম্বর ব্লকের অধীনে দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের এক যুবক চঞ্চল গোস্বামী, তিনি কয়েকদিনের জ্বর নিয়ে পদ্মেরার গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। তারপর ওখান থেকে টেস্ট করালে তাঁর রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এরপর তড়িঘড়ি পরিবারের সদস্য তাঁকে নিয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করেন। ডেঙ্গি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য দফতরের। বারুইপুর ও ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Dengue Fever : ডেঙ্গির সংক্রমণে রাশ টানতে বিশেষ ব্যবস্থা, পুরসভার উদ্যোগে ছাড়া হল গাপ্পি মাছ
প্রবীণদের তুলনায় তরুণ প্রজন্মের মধ্যে রোগ বেশি ছড়াচ্ছে। এরই মধ্যে ডেঙ্গিতে অনেকের মৃত্যুও হয়েছে বলে অভিযোগ আসা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন, ‘অনেক পুরসভা সহ গ্রামীণ এলাকাতেও এবার এক জায়গাতে ডেঙ্গি বেশি হওয়ার প্রবণতা তৈরি হয়েছে।

Dengue Fever : হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, আতঙ্ক হুগলি জেলাজুড়ে
ফলে বিপদের সম্ভাবনা থাকছে। বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা খুঁজে দেখার কাজ হচ্ছে পুরসভা ও গ্রামীন এলাকাগুলিতে’। স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, বারুইপুর মহকুমায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৭। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৫০।

যদিও এই বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকাগুলিতে মশার ওষুধ স্প্রে থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানোর কাজ হচ্ছে। অন্যদিকে জয়নগর-মজিলপুর পুরসভা এলাকাতে নজরদারির কাজ পুরোপুরি বন্ধ বলে ক্ষোভ প্রকাশ করেছে জেলার স্বাস্থ্যবিভাগের এক স্বাস্থ্য আধিকারিক।

Dengue in Nadia : রাজ্যে ডেঙ্গি আক্রান্তে শীর্ষে নদিয়া, বিশেষ পদক্ষেপ জেলায়
তিনি বলেন, ‘বারুইপুর ও জয়নগর- মজিলপুর পুরসভায় যা দেখানো হচ্ছে তার থেকে আক্রান্তের সংখ্য বেশি। প্রাইভেট ল্যাব কোনও রিপোর্ট দিচ্ছে না বলে তাদের কয়েকটিকে শোকজ করেছে স্বাস্থ্যবিভাগ’।

Dengue in Malda : চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গি, বিশেষ উদ্যোগ মালদা জেলা স্বাস্থ্য বিভাগের
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জয়নগর ১ ব্লকে ৪, জয়নগর ২ ব্লকে ৭, কুলতলিতে ৮, ভাঙড় ১ ব্লকে ৮, ভাঙড় ২০ ব্লকে ৬ জন ডেঙ্গি আক্রান্ত। ক্যানিং মহকুমার ক্যানিং ১ ব্লকে ২ জন, ক্যানিং ২ ব্লকে ৬ জন, বাসন্তীতে ৪, গোসাবাতে ৩ জন ডেঙ্গি আক্রান্ত।

Dengue Fever : বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, মোকাবিলায় বিশেষ পদক্ষেপ বাঁকুড়া পুরসভার
এই বিষয়ে আক্রান্ত যুবকের পরিবারের এক সদস্য বলেন, ‘রিপোর্টটা আসার সঙ্গে সঙ্গে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছি। তাই ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি কলকাতার হাসপাতালে নিয়ে গিয়েছি। তবে স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে, এলাকায় স্প্রে করা হচ্ছে। জানিনা চঞ্চলের এবার সুস্থ হতে কত সময় লাগবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *