Esplanade Bus Stand : ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড না সরাতে বড় পদক্ষেপ! হাইকোর্টে জানাল রাজ্য – west bengal government has started survey work to keep the main bus stand at dharmatala


ধর্মতলায় মূল বাস স্ট্যান্ড রাখতে রাইটসকে দিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য। ওই জায়গায় আগের পরিকল্পনা অনুযায়ী মাল্টি লেভেল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার আদালতে এমনটা জানাল রাজ্য সরকার। এদিন বিচারপতি দেবানশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামালার শুনানি ছিল। সেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেল।

আদালতে শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘সমীক্ষার কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই রাইটসকে বরাত দেওয়া হয়েছে। সম্প্রতি সেনা বাহিনী, মেট্রো রেল, পূর্ত দফতর, কলকাতা পুরসভা সহ সব দফতরের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Indian Army Calcutta High Court : ভারতীয় সেনায় পাকিস্তানি চর! CBI-কে FIR দায়েরের অনুমতি হাইকোর্টের
এদিন শুনানির সময় কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতে উপস্থিত ছিলেন। শুনানির পর আদালত এই বৈঠকের নথি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রয়োজনীয় অনুমতির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো সৌধ বাঁচানোর প্রয়োজনীয়তা রয়েছে। আদালত জানিয়েছে, দুটি মেট্রো রেলের জংশন এখন ধর্মতলায়। সেই কারণে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এ বিষয়ে পদক্ষেপ করতে সবপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।’

Supreme Court of India : শুভেন্দুর সুপ্রিম-স্বস্তি! হাইকোর্টের রায় খারিজ করল শীর্ষ আদালত
ধর্মতলায় জোরকদমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। প্রত্যেকদিন ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে অসংখ্যা দূরপাল্লার বাস। শহরের মাঝখানে বাসস্ট্যান্ড থাকার জন্য যানজটের সমস্যা হচ্ছে, হয়রানির মুখে পড়ছেন পথচারীরা। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তারপর আদালতের নির্দেশে বাস স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া পরিকল্পনা করছে শুরু হয়। ময়দান এলাকার জমি যেহেতু সেনা বাহিনীর অধীনে, তাই এক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।

Justice Abhijit Ganguly : যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন, গুন্ডামি বন্ধ করতে জানি : বিচারপতি গঙ্গোপাধ্যায়
নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয় রাজ্য সরকার। সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতীয় সেনা, কলকাতা মেট্রোসহ সমীক্ষা সংস্থা রাইটস-এর শীর্ষ কর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *