Kalighater Kaku : সুজয়কৃষ্ণ: মেডিক্যাল বোর্ড গঠনে ইডিকে সায় কোর্টের – ed supports to form medical board for kalighater kaku


এই সময়: হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে তাদের আপত্তি নেই বলে শেষ পর্যন্ত জানাল ইডি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের একটি মামলায় এই এজলাসে শুনানি নিয়ে আপত্তি তুলেছিল ইডি। সেই সূত্রে নতুন করে তাঁর এজলাসে মামলা শুনানির জন্যে প্রধান বিচারপতি পাঠালেও ইডি’র কাছে এই ব্যাপারে বক্তব্য জানতে চেয়েছিলেন বিচাররপতি ঘোষ। ইডি বৃহস্পতিবার ইতিবাচক মত দেওয়ায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানি করবে বিচারপতি ঘোষেরই বেঞ্চ।

Abhishek Banerjee High Court : ‘ED-কে লিখিতভাবে জানাতে হবে…’, আদালতে পিছোল অভিষেক মামলার শুনানি
সুজয়কৃষ্ণের আচরণ নিয়ে ইডি’র আইনজীবী এ দিন প্রশ্ন তুলে বলেন, ‘ধৃতের আচরণ দেখুন। প্যারোলে ১৯ দিন বাড়িতে থাকলেন, তখন কোনও সমস্যা হলো না। কিন্তু যেই তাঁকে জেলে ফিরতে হলো, তখনই তিনি গুরুতর অসুস্থ হলেন!’ বিচারপতি নির্দেশ দেন, ‘এসএসকেএম হাসপাতাল মেডিক্যাল বোর্ড গড়ে তাঁর পায়ে সার্জারির যে পরামর্শ দিয়েছে, সে ব্যাপারে ইডি দ্বিতীয় ওপনিয়ন নেওয়ার জন্যে নিজেদের পছন্দের ডাক্তারদের নিয়ে বোর্ড গড়তে পারে। তাঁরা এসএসকেএম হাসপাতালের বক্তব্য নিয়ে তাঁদের মত জানাবেন। ৯ অগস্ট সুজয়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানির সঙ্গে সেই রিপোর্টও দেখতে চায় আদালত।

Partha Chatterjee : বিশেষ গাড়িতে কোর্টে, পার্থর কাঁটা সেই প্রভাবশালী তত্ত্বই
এ দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পুর-নিয়োগ দুর্নীতিতে ইডি’র ইসিআইআর খারিজের আবেদন করেছেন। সেই সংক্রান্ত মামলায় এ দিন সাংসদের আইনজীবী বার বার ইডির তলবে হেনস্থার অভিযোগ করেন। যদিও ইডি সেই অভিযোগ অস্বীকার করে। আজ, শুক্রবার বিকেল চারটেয় ফের এই শুনানি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *