Kolkata Weather Today : অগাস্টে মিলবে না প্রত্যাশিত বৃষ্টি! আজ ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস – north bengal districts may witness heavy rainfall today temperature will increase in kolkata


আজ থেকেই রাজ্যে বড় হাওয়া বদল। বাড়তে চলেছে গরম। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি। এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপাতত গভীর নিম্নচাপ অনেকটাই দূরে সরে গিয়েছে এবং তা অবস্থান করছে উত্তর ছত্তিশগড়ের কাছাকাছি। ধীরে ধীরে তা আরও দূরে সরে যাবে এবং দুর্বল হতে থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে বেশি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জেরে বুধবার শহরের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু, ফের একবার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ।

Kolkata Weather : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, মহরমে বাংলাজুড়ে বৃষ্টি?
কলকাতাতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি মরশুমে সেভাবে বৃষ্টিপাত হয়নি। সেভাবে কোনও সিস্টেম তৈরি না হওয়ায় মৌসুমী বায়ু কোনওভাবেই প্রভাবিত হয়নি। যদিও সাম্প্রতিক নিম্নচাপে কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিন্তু, এখনও বৃষ্টিপাতের ঘাটতি পুরোপুরি মেটেনি।

West Bengal Rain : নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত? আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে তিন দিনে সর্বোচ্চ তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাতের আকাল সেই সময় চলতি মরশুমে পর্যাপ্ত বৃষ্টিপাত পেয়েছে উত্তরবঙ্গ। মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে। আর সেই জন্য উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।

Kolkata Weather Today: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টায় ভাসবে কলকাতা সহ কয়েক জেলা
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী তিন থেকে চার দিন রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
অগাস্টে কেমন বৃষ্টিপাত…
মৌসম ভবনের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। আর এতেই কার্যত স্বস্তি পেয়েছিলেন রাজ্যের কৃষকরা। কিন্তু, অগাস্ট অতটা সুখকর নাও হতে পারে। অগাস্টে এল নিনো শক্তিশালী হওয়ার কারণে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হওয়ার সম্ভাবনা রয়েছে দেশে, দাবি আবহাওয়াবিদদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *