Mamata Banerjee : ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে কথা বলতে ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী – mamata banerjee is going to meet the imam moazzen of the state


এই সময়: রাজ্যের ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে আগামী ২১ অগস্ট তাঁদের নিয়ে একটি সমাবেশ হতে চলেছে। এই সমাবেশে ইমাম ও মোয়াজ্জেনরা কোনও সমস্যার কথা জানালে তা নিয়ে রাজ্য সরকারের ভাবনার কথাও জানাতে পারেন মুখ্যমন্ত্রী। মমতা ছাড়াও সভায় থাকতে পারেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী, জাভেদ খান, গোলাম রব্বানির মতো মন্ত্রীরাও। নেতাজি ইন্ডোরের এই সমাবেশের দিকে তাকিয়ে কয়েক দিন আগে টাউন হলে একটি প্রস্তুতি সভা হয়েছে।

Mamata Banerjee Job Announcement : রাজ্যে ফের শিক্ষক পদে নিয়োগ, ঝাড়গ্রামের ঝুলিতে বিরাট প্রাপ্তি! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী
সেই সভায় ফিরহাদ, সিদ্দিকুল্লা, জাভেদ খানদের পাশাপাশি প্রবীণ ইমামরাও ছিলেন। ইমাম ও মোয়াজ্জেনদের কোন কোন সংগঠন নেতাজি ইন্ডোরে সভায় উপস্থিত থাকবে তা নিয়েও আলোচনা হয়েছে সেখানে। নেতাজি ইন্ডোরের আসন্ন সভার বিষয়টি বৃহস্পতিবার জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর ইমাম ও মোয়াজ্জেনদের সাম্মানিক ভাতা চালু হয়। ইমামরা মাসে আড়াই হাজার ও মোয়াজ্জেনরা এক হাজার টাকা পান। ওয়াকফ বোর্ড এই ভাতা প্রদান করে।

Mamata Banerjee : শাহি বৈঠকে কী প্ল্যান, ফাঁস করলেন মমতা
নেতাজি ইন্ডোরের সভায় এই ভাতা বাড়বে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বিধানসভার প্রেস কর্নারে বলেন, ‘মুখ্যমন্ত্রী হয়তো ইমাম ভাতা আড়াই হাজার থেকে তিন হাজার করে দিতে পারেন। মোয়াজ্জেন ভাতা হাজার টাকা থেকে বারোশো টাকা করে দিতে পারেন।’ শুভেন্দু এই জল্পনা উস্কে দিলেও ওয়াকফ বোর্ড এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি। তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায় এই ভাতার প্রসঙ্গে বলেন, ‘কোথা থেকে এটা (ভাতা) আসছে, কারা পাচ্ছে–এই ভাবে কথা বলার কোনও অধিকার ওঁর নেই। ওঁর কথার কোনও উত্তর দেওয়ার প্রয়োজন নেই।’

Suvendu Adhikari: ১২ বছরের শাসনে ৬ লাখ পদের অবলুপ্তি ঘটিয়েছে মমতা, চুক্তিভিত্তিক কর্মীরা কষ্টে আছে : শুভেন্দু
গত সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে জোড়া ঘোষণা করেছেন। আনএডেড ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন। খারিজি মাদ্রাসাগুলি নিয়ে একটি সমীক্ষা করার কথাও ঘোষণা করেছেন। ছ’মাসের মধ্যে এই সমীক্ষা করে তার রিপোর্ট পেশ করা হবে। এছাড়া রাজ্যের সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের দিকে তাকিয়ে গত এক দশকে তৃণমূল সরকার কী কী পদক্ষেপ করেছে, তাও বিধানসভায় বিশদে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari : শুভেন্দুর ‘নৃত্যে’ নয়া মাত্রা তৃণমূল-বিজেপি নিত্যদ্বন্দ্বে
এরপরই ইমামদের সভায় মমতার যাওয়ার কথা এ দিন জানা গিয়েছে। যদিও শুভেন্দুর বক্তব্য, ‘তৃণমূলের সংখ্যালঘু সমর্থনে ফাটল ধরেছে, তা সাগরদিঘির ফলাফলে বোঝা গিয়েছে। সংখ্যালঘুরা ভোট দিতে পারলে কী হবে, তা ভাঙড়ে দেখা গিয়েছে। ভোটের দিকে তাকিয়েই ইমামদের নিয়ে সভা হচ্ছে। সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর জমিয়তে উলেমা হিন্দের সদস্যদের দিয়ে নেতাজি ইন্ডোর ভরানোর দায়িত্ব নিয়েছেন।’

Suvendu Adhikari : ‘উনি চান না বাংলায় চাকরি হোক…’, রাজ্যে কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর
যদিও সিদ্দিকুল্লা বলেন, ‘ইমামদের একাংশ জমিয়তে উলেমা হিন্দের সদস্য। কিন্তু এই সভায় বিভিন্ন ইমাম সংগঠনের সদস্যরা আসবেন। নাখোদা মসিজদের ইমাম থাকবেন। রেড রোডে নমাজ পরিচালনা যিনি করেন, তিনিও থাকবেন। জমিয়তে ইন্ডোর ভরাবে বলে শুভেন্দু মিথ্যা প্রচার করছেন।’ তাপসের বক্তব্য, ‘বিজেপির হিন্দু সমর্থনে যে ধস নেমেছে, তা হিমাচল ও কর্নাটকের ফল থেকেও স্পষ্ট। ধর্মীয় বিভাজনের রাজনীতি বিজেপি করে। মানুষ সেই রাজনীতি প্রত্যাখ্যান করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *