Mamata Banerjee : সাজছে ‘অরণ্য শহর’, আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী – mamata banerjee going to visit jhargram on the occasion of international tribal day


আগামী ৯ই অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য ঝাড়গ্রাম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে সমস্ত কিছু খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) পীযূষ গোস্বামী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) ধীমান বারুই , অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অগ্নিত পুনিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার (কল্যাণ সরকার), জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্তু বিশ্বাস এছাড়াও জেলার অন্যান্য আধিকারিকরা।

Jhargram News : তরুণীকে ধর্ষণ প্রতিবেশীর! কঠোর সাজা শোনাল ঝাড়গ্রাম আদালত
এদিন ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন তাঁরা। স্টেডিয়ামের কোথায় মঞ্চ তৈরি হবে, কোথায় সাধারণ মানুষজন বসবেন সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন জেলাশাসক ও পুলিশ সুপার। প্রসঙ্গত, নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৯ই অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য তিনি ঝাড়গ্রাম আসছেন।

WB Govt Holiday List 2023 : রাজ্যে বাড়ল আরও ২ ছুটির দিন, বড় ঘোষণার মমতার
প্রশাসনিক সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৮ই অগাস্ট সন্ধ্যেবেলায় ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন । তারপরের দিন ৯ই অগাস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামের আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। ৯ই অগাস্ট রাত্রিযাপন করবেন ট্যুরিস্ট কমপ্লেক্সেই, তারপরের দিন ১০ই অগাস্ট তিনি ফিরে যাবেন। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে। প্রশাসনিক স্তরের পাশাপাশি তৃণমূলের দলীয় স্তরেও প্রস্তুতি তুঙ্গে।

Buddhadeb Bhattacharya News: সরকারি তরফেও অবমাননা বুদ্ধদেবকে! কর্ণজোড়া সার্কিট হাউসে ‘ঢাকা’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম
এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, ‘আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য ঝাড়গ্রাম আসছেন। তিনি ঝাড়গ্রাম সফরে আসা মানে উন্নয়নের ডালি নিয়ে আসেন। প্রশাসনিক স্তরের পাশাপাশি আমাদের দলীয় স্তরেও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামীকাল আমাদের দলীয় বৈঠক রয়েছে। দলীয় তরফে মাননীয়াকে স্বাগত জানানোর জন্য কি কি উদ্যোগ নেওয়া হবে। সব কিছুই আমরা ঠিক করব’। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ১৫ই নভেম্বর ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee : শৃঙ্খলারক্ষার দায়িত্বে এবার শোভনদেব, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত বোর্ড গড়ার নির্দেশ নেত্রীর
সেখানে গাড়ি থেকে নেমে ঝাড়গ্রামের কাছে চপের দোকানে ঢোকেন তিনি। শুধু তাই নয়, সটান দোকানে ঢুকে চপ ভাজতে ব্যস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। সেই সময় বেলপাহাড়িতে শহিদ বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *