Paschim Medinipur : BJP কর্মীকে বেধড়ক মারের পর মাংসের দোকানে আগুন! কাঠগড়ায় তৃণমূল – trinamool accused of brutally beating a bjp worker in paschim medinipur


তিনি একজন BJP কর্মী। আর সেটাই নাকি অপরাধ! সেই কারণেই এক ব্যক্তির দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের কালগাং এলাকায়। অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে গুড়গুড়িপাল থানার পুলিশ। শুক্রবার সকালে BJP কর্মীর বাড়িতে হামলার অভিযোগকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরের কালগাং এলাকায়। অভিযোগ, BJP করার অপরাধে এদিন সকালে উত্তম পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় এলাকার জনা কয়েকজন তৃণমূল কর্মী।

Paschim Medinipur : চায়ের দোকানে আড্ডা চলাকালীন CPIM-TMC সংঘর্ষ, কেশপুরে জখম তৃণমূলের ৫ কর্মী
এরপর উত্তম পণ্ডিতের মাংসের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে এলে উত্তম পণ্ডিতের বাবা কাজল পণ্ডিতকে বেধড়ক মারধর করা হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উত্তম পণ্ডিত এই বিষয়ে অভিযোগ করে বলেন, ‘BJP করার অপরাধে এর আগেও একাধিক সময় আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের আগেও তৃণমূল কর্মীরা আমাকে নানান ভাবে হুমকি দিয়েছে, হেনস্থা করেছে।

Nadia News : সাতসকালে BJP পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার সকেট বোমা, আতঙ্কিত এলাকাবাসী
কিন্তু আমি তাঁদের দাপটের কাছে মাথা নোয়াইনি। সেই কারণেই আক্রোশে আজ আমার দোকান ভেঙে দিল, আমার বাবাকেই মারধর করে আহত করেছে’। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্তরা।

Paschim Medinipur News : পাটক্ষেত থেকে উদ্ধার দেহ, ঘাটালে CPIM কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, এই ঘটনা নিয়ে রীতিমত জারি হয়েছে রাজনৈতিক তরজা। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই এই ধরনের হামলার ঘটনা দাবি BJP-র। জেলার শীর্ষস্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘শুধু এখানে না, জায়গায় জায়গায় এভাবেই BJP কর্মীদের উপর হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে দোকান বাড়ি ঘর।

Malda News : রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুর! চিকিৎসকদের মারধরের অভিযোগ, তুলকালাম মালদা জেলা হাসপাতালে
আর এদিকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটা জায়গাতেও অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। আর উত্তম পণ্ডিতকে তো অনেকদিন ধরে তৃণমূল টার্গেট করে নিয়েছে। তাঁর প্রাণ সংশয় রয়েছে। পুলিশের কাছে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে দাবি জানাবো’।

BJP West Bengal : জুতো খুলে সপাটে মার! BJP নেতাকে আক্রমণ দলেরই কর্মীর, হইচই হাইকোর্টে
এদিকে, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা দাবি করে বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে। রঙ না দেখে দোষী ব্যক্তিদের গ্রেফতার করতেও পুলিশকে জানানো হয়েছে। সব জায়গায় রাজনৈতিক রঙ দেখা উচিৎ নয়’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *