Sunil Mondal MP: ‘স্নান-খাওয়া হয়নি, বিধ্বস্ত ছিলাম…’, টোলকর্মীকে ঘাড়ধাক্কা দিয়ে সাফাই ‘অনুতপ্ত’ সাংসদের – sunil mondal says he felt sorry after pushing toll plaza worker in purba bardhaman palshit


বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মেমারির পালসিটে এক টোলপ্লাজা কর্মীর সঙ্গে বচসায় জড়ান পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। সাদা সিডান গাড়ি থেকে নেমে টোলকর্মীকে ঘাড়ধাক্কা দিতে দেখা যায় তৃণমূল সাংসদকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হতে রাজ্য জুড়ে আলোড়ন শুরু হয়। বিতর্ক শুরু হতেই অবশেষে এই নিয়ে মুখ খুললেন সুনীল।

একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে টোলকর্মীকে ধাক্কা দেওয়া কি তাঁর ঠিক হয়েছে? এই সময় ডিজিটালের প্রশ্নের মুখে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ বলেন, ‘আমি একশোবার একমত, যে কাজ আমি করেছি সেটা ঠিক হয়নি। দীর্ঘ ১৫ বছর ধরে এখানে রয়েছি, কিন্তু কোনওদিন এমন কোনও ঘটনা ঘটেনি। আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলাম, হাতে সময় কম ছিল। আমরা নিরাপত্তারক্ষীর অনুরোধ সত্ত্বেও ওই টোলকর্মী কোনও কথা শোনেনি। সেই কারণেই রেগে গিয়েছিলাম।’

TMC MP : টোলকর্মীকে গলাধাক্কা সাংসদের, কড়া প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের
তৃণমূল সাংসদ আরও বলেন, ‘একজন সাংসদ হিসেবে আমার এই কাজ করা কখনই উচিত হয়নি। আমি সময়ে পৌঁছতে না পারলে প্রশাসনিক স্তরে যাঁরা উপস্থিত ছিলেন, সকলেই অস্বস্তির মধ্যে পড়ত। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ওই অনুষ্ঠানে পৌঁছনোর। রাত তিনটের সময় ঘুম থেকে উঠেছি, স্নান-খাওয়াদাওয়া নেই। তখন শারীরিকভাবে একটু সমস্যা ছিল। যদিও আমি এটা নিয়ে অনুতপ্ত। আগেই মিটিয়ে নিতাম বিষয়টা, কিন্তু সেখানে উপস্থিত বাকিরা বললেন, যা হওয়ার হয়ে গিয়েছে কোনও সমস্যা নেই। আমি জীবনে কোনওদিন এমন কাজ করিনি, এখানে আমাকে সবাই চেনে।’

Nussrat Jahan: ‘যা বলা হচ্ছে তা হাফ মেড স্টোরি’, ফ্ল্যাট দুর্নীতি মামলায় নাম জড়ানোয় মুখ খুললেন নুসরত
সুনীলের এই আচরণে পাশে নেই দলও। রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘সুনীল মণ্ডল এই কাজ করেছেন বলে আমরা শুনেছি। যেটা হয়েছে সেটা কোনওভাবেই সমর্থনযোগ্য কাজ নয়, এটা কেউই সমর্থন করবে না। উনি হয়তো পরবর্তীকালে নিজেও বুঝতে পেরেছেন, সেই কারণে ভুল স্বীকার করেছেন। এই ধরনের কাজ নেতৃত্ব কখনও সমর্থন করে না।’

Sougata Roy : ‘শুধু পুলিশের উপর নির্ভর করে…’, তাৎপর্যপূর্ণ মন্তব্য সৌগত রায়ের
ফরোওয়ার্ড ব্লকের টিকিটে বর্ধমানের গলসি থেকে নির্বাচিত হয়েছিলেন সুনীল। কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হলেও ২০২০ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বিজেপিতে যোগ দেন। তবে ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর সুনীল দাবি করেন, ‘আমি সব সময় তৃণমূলের সঙ্গে আছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *