Trending News: নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতির সঙ্গে বঙ্গ গৌরব সম্মান পেলেন নিমতার তরুণ – nasa citizen scientist nimta ujjal adhikari win bongo gourav samman good news


আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পথ চলা। এবার তাঁর সঙ্গে মিলল অনন্য কীর্তির স্বীকৃতিও। নাসার সিটিজেন সায়েন্টিস্ট স্বীকৃতির সঙ্গে ভারত ভূষণ অ্যাওয়ার্ডও এল ঝুলিতে। এবার হাতে আসতে চলেছে বঙ্গ গৌরব সম্মানও। খুশির খবর আসতেই আপ্লুত নিমতার উজ্জ্বল অধিকারী। ইতিমধ্যেই জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করেছেন উজ্জ্বল অধিকারী। গর্বিত পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা।

বিশ্বের কনিষ্ঠতম এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্ব রেকর্ড করেছিলেন উজ্জ্বল। তারপর ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা NASA-র থেকে ‘সিটিজেন সায়েন্টিস্ট’-এর স্বীকৃতিও মেলে। ভারত সরকারের তরফ থেকে ভারত ভূষণ অ্যাওয়ার্ড এও সম্মানিত করা হয় উজ্জ্বলকে। এবার তাঁকে বঙ্গ গৌরব সম্মান দেওয়ার খবর আসতেই খুশি গোটা অধিকারী পরিবার। উজ্জ্বল জানান, এই সম্মান একজন বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের।
Sri Lanka Athletics Nationals 2023: বিদেশের মাটিতে জোড়া সোনা, অ্যাথলেটিক্সে তাক লাগালেন রায়গঞ্জের সোনিয়া

ভবিষ্যত প্রজন্মের জন্য ছেলেবেলার চাঁদ-তারা দেখার ভালো লাগাটাকে, মহাকাশ বিজ্ঞানের প্রতি ভালোবাসায় রূপান্তরিত করতে চান তিনি । উজ্জ্বল আরও জানান, প্রতি বছরই বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত প্রকাশ বা কাজ করার অভিজ্ঞতা জানানোর জন্য নাসার (NASA) কাছে আবেদন করা যায়। আবেদন করতে পারেন যে কেউ। সেখানেই নাসা-র পক্ষ থেকে গ্রহাণু নিয়ে বিশেষ প্রকল্প দেওয়া হয়েছিল। বাংলার উজ্জ্বলই সেই গবেষণায় নতুন তিনটি গ্রহাণুর সন্ধান দিয়েছিলেন নাসাকে।
Independence Day 2023: স্বাধীনতা দিবসের আকর্ষণ এবার ৬০ ফুটের দুর্গা, লালকেল্লায় ফুটে উঠবে বাংলার শিল্পীর পটচিত্র

উত্তর ২৪ পরগনা জেলার নিমতার উজ্জ্বল অধিকারী বর্তমানে কাজের সূত্রে বেঙ্গালুরুতে থাকেন। সেখানে একটি সংস্থায় বিমানের নকশা তৈরির কাজ করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী উজ্জ্বলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণা। তবে উজ্জ্বল জানান, তিনি পেশায় ইঞ্জিনিয়র হলেও শখে সাহিত্যিক। চাকরি করি, তবে নাসা গবেষণার কাজে ডাকলে সেখানেও যাব। নিজেকে শখের সাহিত্যিক বললেও, ইতালির প্যানোরোমা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন উজ্জ্বল।
Birbhum TMC : ‘যদি নিজেকে অনুব্রত মণ্ডল ভাবেন…’, পদ ছাড়ার পরই বিধায়ককে কটাক্ষ প্রাক্তন পুর চেয়ারম্যানের

এছাড়াও সাহিত্যচর্চায় বিশেষ নজর কেড়েছেন তিনি। তাঁর ঝুলিতে একাধিক পুরস্কারের ভিড়। বাংলার যুবকের ঝুলিতে ভারতভূষণ সম্মান, ডক্টর এপিজে আব্দুল কালাম পুরস্কার, রাষ্ট্রীয় রত্ন পুরস্কার। এছাড়াও ইন্ডিয়া প্রাইমের বিচারে সেরা ১০০ ভারতীয় লেখকদের তালিকায় তাঁর নাম উঠেছে ইতিমধ্যেই। সব মিলিয়ে জেলার পাশাপাশি রাজ্য তথা দেশের মুখও উজ্জ্বল করেছে বাঙালি এই যুবক। তাই ছেলের এই কৃতিত্বে খুশি নিমতায় থাকা উজ্জ্বলের পরিবার সহ প্রতিবেশীরাও। আগামী সেপ্টেম্বর মাসে বঙ্গ গৌরব সম্মান তুলে দেওয়া হবে তার হাতে এমনটাই জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *