জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ‘নব্য ভারত’ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে রোভম্যান পাওয়েলদের (Rovman Powell) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ খেলল। বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারত, সেখানে আইসিসি ব়্যাঙ্কিংয়ে সাতে উইন্ডিজ। প্রথম ম্য়াচেই পাওয়েল অ্যান্ড কোং চার রানে হারিয়ে দিয়েছে পাণ্ডিয়া বাহিনীকে। ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৪৫ রানে। এই ম্যাচে অভিষেক করেছেন তিলক বর্মা (Tilak Varma) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। দেশের জার্সি গায়ে চাপিয়েই ছাপ রেখেছেন অন্ধ্রের বছর কুড়ির অলরাউন্ডার। যে পিচে শুভমন গিল, ঈশান কিশান ও হার্দিক পাণ্ডিয়ার মতো ব্যাটাররা হিমশিম খেয়েছেন রান তুলতে, সেখানে তরুণ তিলক ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। ২টি চার ৩টি ছয় হাঁকিয়েছেন বাঁ-হাতি মারকুটে ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সিতে আইপিএল মাতিয়েই জাতীয় দলের দরজা খুলেছে তিলকের। এবার ভারত অভিষেকের জন্য তিলককে ভিডিয়ো বার্তায় শুভেচ্ছা পাঠালেন তাঁর ম্যান্ডেলার দেশের প্রাণের বন্ধু ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ওরফে ‘বেবি এবি’ (Baby AB)। দু’জনেই আইপিএল খেলেন নীল জার্সিতে।
আরও পড়ুন: IPL: আরসিবি-তে বিরাট বদল! আচমকাই দুই মাথাকে ছাঁটল ফ্র্যাঞ্চাইজি, দলে দুঁদে ‘মাস্টারমাইন্ড
বিসিসিআই তিলককে অবাক করেছিলে ব্রেভিসের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে। ব্রেভিস বলেছেন, ‘ব্রাদার, আশা করি তুমি এখন খুবই রোমাঞ্চিত। জানি না কেন, আমি তোমার চেয়েও বেশি রোমাঞ্চিত। আমি আমার এবং ব্রেভিস পরিবারের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাই অভিষেকের জন্য়। তোমার এবং তোমার পরিবারের জন্য দারুণ এক মুহূর্ত। তোমার বাবা-মা এবং পরিবারের সবাই আজ কতই না খুশি হয়েছেন। আমি সেটা বুঝতে পারছি। তোমাকে ওখানে দেখে আমার ভালোলেগেছে। দ্বিতীয় এবং তৃতীয় বলে তোমার শট দেখে আমার গায়ে কাঁটা দিয়েছিল। আমার সমর্থন সবসময় তোমার সঙ্গে আছে। বাকি সিরিজের জন্য তোমার শ্রেষ্ঠ ভার্সনই দেখতে চাই। এটাই আমার শুভেচ্ছা। ভারতীয় দলের হয়ে তোমার খেলতে চলা প্রতিটি ম্য়াচে আমার পূর্ণ সমর্থন থাকবে। চিয়ার্স ব্রাদার’। ব্রেভিসের মেসেজে আবেগি হয়ে পড়েন তিলক। তিনি বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো আমার কোচ বা পরিবারের কেউ হবে। কিন্তু এ তো আমার ভাই ব্রেভিস! অনেক ধন্য়বাদ ভাই। আমি সত্যিই কৃতজ্ঞ এই মেসেজের জন্য়। দ্রুত দেখা হবে। অনেক ধন্যবাদ।’ ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু ব্রেভিসে মজে ছিল ক্রিকেট বিশ্ব। তাঁর নেপথ্য়ে ছিল একাধিক কারণ। এক) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়েছেন বছর আঠারোর ক্রিকেটার। তিনিই হন টুর্নামেন্টের সর্বোচ্চ রানশিকারি। করেন ৫০৬ রান। জোড়া সেঞ্চুরি ও তিনটি ফিফটি প্লাস ইনিংস খেলেন তিনি। দুই) ব্রেভিসের ব্যাটিং দেখলে মনে হবে ঠিক যেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স ব্যাট শাসন করছেন মাঠে। সেই জন্যই তিনি ‘বেবি এবি’ নামে পরিচিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ব্রেভিসকে ৩ কোটি টাকায় দলে নেয় মুম্বই।
আরও পড়ুন: Hardik Pandya | IND vs WI: ‘ছোটরা তো ভুল করবেই’! দোষ দেখছেন না অধিনায়ক, তিলক-মুকেশকে সার্টিফিকেট