Bhangar ISF : এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি! ভাঙড়ে ধৃত ISF কর্মী – police arrested an isf candidate with a broken gun and two rounds of cartridges


আবারও আগ্নেয়াস্ত্র সহ এক ISF কর্মী গ্রেফতার ভাঙড়ে। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ ওই ISF কর্মীকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। ধৃতের নাম বিজরুল আলি মোল্লা। বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, সূত্র মারফত পুলিশ খবর পায় ধৃত যুবক কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। ধৃত যুবক ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে হওয়া ISF ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে খবর।

Bhangar News : জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ নওশাদের বিরুদ্ধে! কোন রাজনীতি করছেন? প্রশ্ন তৃণমূলের
ঘটনার পর থেকে পলাতক ছিল ওই যুবক। শনিবার ধৃত যুবককে বারুইপুর আদালতে পাঠানো হয়। এই নিয়ে বেশ কয়েকদিন অনেক ISF নেতা কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে ISF নেতৃত্ব।

ভাঙড়ের এক ISF নেতা বলেন, ‘যে ধরা পড়েছে বিজরুল, সে নির্দোষ। ওই হামলার সঙ্গে ISF-এর কোনও যোগ নেই। এটা তৃণমূলের যুব ও মাদারের সমস্যা হতে পারে, এর সঙ্গে ISF-এর কোনও যোগ নেই। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

Nawsad Siddique : ‘মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য এসেছি’, ভাঙড়ে এসে বার্তা নওশাদের
আমরা পুলিশকে বলেছি, যদি ভাঙড়ের কোনও ব্লকে কোনও ISF কর্মীর হাতে বোমা বন্দুক অস্ত্র পান, আপনারা গ্রেফতার করবেন, আমার সহযোগিতার করব। বোমা বন্দুকের রাজনীতি আমরা করি না। আমাদের নেতা নওশাদ সিদ্দিকি বলেছেন স্বচ্ছ রাজনীতি করতে, আমরা স্বচ্ছ সমাজ গঠনের উদ্দেশে ডাক দিয়েছি, লড়াই করছি, আগামীদিনেও লড়াই করব। আইন আইনের পথে চলবে’।

Nawsad Siddique : তৃণমূলের বিজয় মিছিলে নওশাদকে আমন্ত্রণ শওকতের! কী বললেন ISF বিধায়ক?
এদিকে ধৃতের পরিবারের দাবি, সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যাভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। এক সপ্তাহ আগেই ভাঙড়ে সংঘর্ষ চলাকালীন গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় এক ISF নেতাকে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হন ISF নেতা ওহিদুল ইসলাম।

Bhangar News : ভাঙড় আছে ভাঙড়েই! ১৪৪ ধারা প্রত্যাহার হতেই ফের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার
দত্তপুকুরে ISF নেতা বিশ্বজিৎ ঘোষের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে পুলিশ সুপারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়েছে দিনের পর দিন। এই কারণে বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *