BJP Leader Death : মাকে ফোন করে কান্না, হোটেলরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! BJP নেতার মৃত্যু ঘিরে রহস্য – hooghly bjp leader sudip ghosh hanged body found from kalyani hotel room


দু’দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুদীপ ঘোষ। ফোনে মাকে বলেছিলেন তিনি মগড়ার একটি হোটেলে রয়েছেন। মা যাতে চিন্তা না করেন সেই কথাও বলেছিলেন। আজ সকালে সেই ছেলের মৃত্যু সংবাদ এল বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির ধনিয়াখালি এলাকায়। সুদীপের মৃত্যুর পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
Dakshin 24 Pargana Murder : ব্যাঙ্ক থেকে ফিরে দাদার অবস্থা চিৎকার! ভাড়াটিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বাড়িওয়ালির
সুদীপ ঘোষ বিজেপির ধনিয়াখালি-২-এর মণ্ডল সভাপতি। হুগলির গুরাপের গুরবাড়ির বাসিন্দা তিনি। কল্যাণীর হোটেলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কল্যাণীর একটি বেসরকারি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপির মণ্ডল সভাপতির দেহ। কল্যাণীর বুদ্ধপার্কের হাইরোডের কাছে একটি বেসরকারি হোটেলে ঝুলন্ত অবস্থায় বছর সাইত্রিশের এই বিজেপি নেতার দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরে ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুদীপের দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে গুরবাড়ি পঞ্চায়েতের গ্রাম সংসদের প্রার্থী ছিলেন সুদীপ। স্বামীর মৃত্যুর কথা শুনে এখনও বিশ্বাস করতে পারছেন মৃত বিজেপি নেতার স্ত্রী অঞ্জলি ঘোষ। স্ত্রীয়ের অভিযোগ, সুদীপ তাঁর কাছে নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। অঞ্জলির আক্ষেপ, স্বামীকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেও তিনি তা শোনেননি। সুদীপ আত্মহত্যা করেছেন, এমনটা মোটেই মানতে রাজি নয় পরিবার। এই মৃত্যুর পিছনে রহস্য দেখছে তাঁরা।

Kota Student Death : হ্যাপি বার্থডে পাপা! কোটায় মৃত পড়ুয়ার ঘর থেকে উদ্ধার চিরকুট ঘিরে রহস্য
মৃত বিজেপি নেতার স্ত্রী অঞ্জলি ঘোষ বলেন, ‘সুদীপ বলতেন রাজনীতি করার জন্য ওঁর জীবনের ভয় রয়েছে। আমি তাঁকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলি। কিন্তু সে রাজি হয়নি। সুদীপের কোনও শত্রু ছিল না। তাও মনে হয় কেউ সুদীপের মৃত্যুর জন্য দায়ী। আমার স্বামী কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না। পুলিশ ঘটনার তদন্ত করে আসল কারন বের করুক।’

Murshidabad News : লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ, রণক্ষেত্র মুর্শিদাবাদের নবগ্রাম থানা চত্বর
সুদীপের মা নিভা ঘোষ বলেন, ‘ছেলে বাইক নিয়ে যাওয়ার সময় বলে গেল। তাড়াতাড়ি ফিরবে।গতকালও ফোনে কথা হল। ফোনে কথা বলার সময় ওঁ কাঁদছিল, কেন সেটা আমি জানি না। আমাকে বলেছিল মগড়ায় আছে। বিজেপি করে বলে হয়তো ওঁর কোনও শত্রু ছিল। আজ সকালে বাড়ি ফিরবে বলেছিল। পুলিশ এসে খবর দিল ছেলে আর নেই।’ সুদীপের দিদি সুতপা ঘোষ বলেন, ‘ভাই খুব উপকারি ছেলে ছিল। ওঁকে কেউ মেরে দিয়েছে। কী কারণে মৃত্যু হল তা জানতে আমরা তদন্ত চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *