India Bangladesh Border : মোবাইলে স্লট বুকিং, বাংলাদেশ যাতায়াত আরও সহজ! পেট্রাপোলে চালু নয়া পরিষেবা – india to bangladesh visit passengers can book slot through yatri subidha app


ভারত-বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে এবার থেকে বাঁচবে সময়। আধুনিক পদ্ধতিতে দ্রুত পৌঁছনো যাবে এক দেশ থেকে অন্য দেশে। আর তা হবে অ্যাপের মাধ্যমে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে পেট্রাপোল সীমান্ত বন্দরে চালু হল স্লট বুকিং পরিষেবা। অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘যাত্রী পরিষেবা’। ফলে, ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যাত্রীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।

India Bangladesh Bus Service : পদ্মা সেতু হয়ে ৮ ঘণ্টায় ঢাকা! কলকাতা থেকে চালু নয়া বাস পরিষেবা
জানা গিয়েছে, এবার থেকে বাড়িতে বসেই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে কম সময়ে বাংলাদেশ পৌঁছে যেতে পারবেন যাত্রী থেকে শুরু করে পর্যটকরা। পেট্রাপোল শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বারোটি করে স্লট বুকিং করা হবে। এক একটি স্লটে ১০০ জন করে যাত্রী থাকবেন, যাঁরা বাংলাদেশে যেতে পারবেন। স্লটে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখিত সময়ে যাত্রীরা পেট্রাপোল আসলে উপযুক্ত নথি দেখিয়ে সহজেই বাংলাদেশ যেতে পারবেন। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করলে নথি পরীক্ষার ক্ষেত্রেও খুব বেশি সময় লাগবে না, এমনটাই জানিয়েছেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। যাত্রীদের চাপ সামাল দিতে পরবর্তীতে এই স্লট আরও বাড়ানো হবে বলেও চিন্তাভাবনা করা হচ্ছে।

Yellow Taxi Kolkata : অ্যাপ-ট্যাক্সিতেই জোর, মিটার ট্যাক্সি তুলে দেওয়ারই পরিকল্পনা পরিবহণ দফতরের
অতীতে ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নথিপত্র পরীক্ষা করে এক দেশ থেকে অন্য দেশে যেতে অনেক সময় নষ্ট যাত্রীদের। সেখানে বর্তমানে অ্যাপের মাধ্যমে স্লট বুকিং পরিষেবা চালু হওয়ার ফলে খুশি যাত্রীরা। এই সুবিধা আগামী দিনে যাত্রীদের ক্ষেত্রে সময় বাঁচিয়ে সীমান্ত পারাপারে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন তাঁরা। শুক্রবার স্লট বুকিং অ্যাপ পরিষেবার উদ্বোধন করেন পেট্রাপোল পোর্ট অথরিটির আধিকারিক আদিত্য মিশ্র।

পেট্রোপোল সীমান্ত নিয়ে বাংলাদেশে উদ্দেশে রওনা দেওয়া যাত্রী রাসেল মিঁয়া বলেন, ‘এটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য পদক্ষেপ। এই অ্যাপ যদি কার্যকরী হয় তবে, যাত্রীদের ক্ষেত্রে বাংলাদেশে যাতায়াত আরও বেশি সুবিধা জনক হবে। এতে যেমন যাত্রীদের সময় বাঁচবে তেমনই পৌঁছতে সময় লাগবে। এতদিন দুই দেশের যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত। এখন আশা করি সেটা করতে হবে। না।’

Kolkata Metro Rail : কলকাতা মেট্রোয় বিশেষ গেট! ১ মিনিটে যাতায়াত করতে পারবেন ৪৫ যাত্রী
অন্যদিকে পেট্রাপোল পোর্ট অথরিটির আধিকারিক আদিত্য মিশ্র বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে যাত্রীদের অনেক সুবিধা হবে। এর জন্য যাত্রীদের কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। অনলাইনেই আগে থেকে স্লট বুক করা যাবে। প্রাথমিকভাবে এখন ওয়েবসাইট চালু হচ্ছে, পরবর্তীকালে অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। যাঁরা অনলাইন নথিভুক্ত করবেন, তাঁদের জন্য আলাদা লাইনের বন্দোবস্ত করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *