রাজ্যের প্রধান শহর কলকাতা। প্রতিদিনই পাশ্ববর্তী, এমনকী দূরবর্তী জেলাগুলি থেকেও বহু মানুষ বিভিন্ন কাজের প্রয়োজনে শহর কলকাতায় আসেন। তাই ভিড়, কোলাহল, যানজট কলকাতার রাস্তায় কার্যত একটা স্বাভাবিক দৃশ্য। তার সঙ্গে কলকাতার বুকে লেগেই রয়েছে মিটিং মিছিল বা ব়্যালি। আর তেমন পরিস্থিতিতে অনেক সময়ই তীব্র যানজটে ভুগতে হয় মানুষকে। যদিও সপ্তাহান্তে বা ছুটির দিনে খুব স্বাভাবিকভাবেই ভিড়ের পরিমানটা কিছুটা কমই থাকে। তবে সেক্ষেত্রেও মিথিল বা সভা থাকলে রাস্তাঘাটে যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ে।
কেমন থাকবে আজকের কলকাতার ট্রাফিক?
আজ শনিবার, সপ্তাহের শেষ। সেক্ষেত্রে কলকাতার রাস্তায় আজ তুলনামূলক অফিস যাত্রীদের ভিড় কম। যদিও অনেকেই অবশ্য বিভিন্ন কাজের প্রয়োজনে আজও বাড়ি থেকে বেরোতে হচ্ছে। সেক্ষেত্রে আজ কেমন থাকবে শহরের পথঘাট, জানিয়ে দিল লালবাজার ট্রাফিক কন্ট্রোল। এখনও পর্যন্ত শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানানো হচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফে। তবে এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে ব়্যালি। যার জেরে হাওড়া বা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কয়েকটি মিছিল আসতে পারে। এছাড়াও মিছিল আসতে পারে শহরের বিভিন্ন জায়গা থেকে। ব়্যালিতে ৪৫ হাজারের মতো জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সন্ধাতেও রয়েছে একটি মিছিল। সেটি সন্ধ্যা ৮টা নাগাদ ঝাউতলা লেন থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘরে ফের ওই জায়গাতেই ফিরে আসবে। মিছিলে প্রায় ১০০০ থেকে ১২০০ মানুষ পা মেলাতে পারেন বলে মনে করা হচ্ছে।
কেমন থাকবে আজকের কলকাতার ট্রাফিক?
আজ শনিবার, সপ্তাহের শেষ। সেক্ষেত্রে কলকাতার রাস্তায় আজ তুলনামূলক অফিস যাত্রীদের ভিড় কম। যদিও অনেকেই অবশ্য বিভিন্ন কাজের প্রয়োজনে আজও বাড়ি থেকে বেরোতে হচ্ছে। সেক্ষেত্রে আজ কেমন থাকবে শহরের পথঘাট, জানিয়ে দিল লালবাজার ট্রাফিক কন্ট্রোল। এখনও পর্যন্ত শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানানো হচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফে। তবে এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে ব়্যালি। যার জেরে হাওড়া বা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কয়েকটি মিছিল আসতে পারে। এছাড়াও মিছিল আসতে পারে শহরের বিভিন্ন জায়গা থেকে। ব়্যালিতে ৪৫ হাজারের মতো জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সন্ধাতেও রয়েছে একটি মিছিল। সেটি সন্ধ্যা ৮টা নাগাদ ঝাউতলা লেন থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘরে ফের ওই জায়গাতেই ফিরে আসবে। মিছিলে প্রায় ১০০০ থেকে ১২০০ মানুষ পা মেলাতে পারেন বলে মনে করা হচ্ছে।
রুট ডাইভারশানের সম্ভাবনা রয়েছে?
ব়্যালি বা মিছিলের কারণে যানজটের আশঙ্কা পুরোপুরি এড়ানো যাচ্ছে না। এক্ষেত্রে লালবাজার ট্রাফিক কন্ট্রোল অবশ্য জানাচ্ছে, এখনই কোনও রুট ডাইভারশানের পরিকল্পনা নেই। যদি মিটিং-মিটিলের কারণে কোথাও যানজট হয়,সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী রুট ডাইভারশান করা হতে পারে। যদিও শহরের যান চলাচল স্বাভাবিক ও মসৃণ রাখতে সদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।
একইসঙ্গে রাস্তায় যে কোনও ধরণের দুর্ঘটনা এড়াতে, সবসময়ই ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেয় লালবাজার। বিশেষত বাইক বা স্কুটার চালকদের ক্ষেত্রে হেলমেট পরা এবং গাড়ি চালকদের ক্ষেত্রে সিট বেল্ট বাঁধার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে গতি নিয়ন্ত্রিত রেখেই গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় চালকদের। পাশাপাশি কোনও সময়ই মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শও দেয় ট্রাফিক পুলিশ।