Paschim Medinipur Police : নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, খড়গপুরে মৃত্যু ASI-এর – paschim medinipur kharagpur local ps asi died by hit and run road accident


মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী-সহ ২ জনের। দুর্ঘটনায় আহত আরও ৪। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

মধ্য রাতে দিঘা-খড়গপুর ওড়িশা ট্রাঙ্ক রোডে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কা প্রাণ কাড়ল এক পুলিশ আধিকারিক-সহ ২ জনের। শুক্রবার রাত একটা নাগাদ খড়গপুর গ্রামীণের বেনাপুর রেলগেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৪ জন জখম হয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খড়গপুর গ্রামীণ লোকাল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে-এর। তাঁর বাড়ি বাঁকুড়ার তালডাংড়ায়। এছাড়াও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে শেখ জাহাঙ্গির খান নামে আরও এক ব্যক্তির। পেশায় ডেকরেটর ব্যবসায়ী জাহাঙ্গির খড়গপুর শহরের পাঁচবেড়িয়ার বাসিন্দা। জাহাঙ্গিরের সঙ্গী ওই গাড়ির বাসিন্দা অভিষেক শ্রীবাস্তব, সুজিত রায়, প্রদীপ দাস ও চন্দনকুমার দাস নামে আরও ৪ জন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। সবাইকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Road Accident : পুরুলিয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতার চিকিৎসক, মৃত ১
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বেনাপুর রেলগেটের কাছে টহলরত পুলিশের ভ্যান থেকে নেমে ওড়িশা ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত রামানন্দ দে৷ গাড়িতে ছিলেন অন্য পুলিশকর্মীরা। সেই সময় খড়গপুর অভিমুখে থাকা একটি গাড়ি দ্রুতগতিতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পুলিশ আধিকারিককে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন রামানন্দ। এর পরেই গাড়িটি রেলগেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে বাঁ-দিকে থাকা একটি চায়ের দোকানে ঢুকে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার সাক্ষী পুলিশকর্মীরা দ্রুত ছুটে গিয়ে রামানন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে জখমদের উদ্ধার করা হয়। ছুটে যান স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের সহযোগিতায় একে একে গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রামানন্দ ও জাহাঙ্গিরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মকরামপুরের একটি ধাবায় খাওয়াদাওয়া করে গাড়িতে ফিরছিলেন জাহাঙ্গির ও তাঁর সঙ্গীরা। মৃতদেহগুলি খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Road Accident : স্কুলে যাওয়ার পথেই খুদেকে পিষল লরি, শোকে পাথর মা-বাবা
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটির ভীষণ গতি ছিল। ওই অবস্থায় ধাক্কা মারে রামানন্দবাবুকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের মধ্যেও একজনের মৃত্যু হয়। পরে দরজা কেটে তাঁদের বের করতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *