Raiganj News : বেহালা থেকে শিক্ষা! দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ রায়গঞ্জের স্কুলের – raiganj school authority request to the administration for improvement of traffic system after behala accident


শুক্রবার বেহালায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষের। ২০১৮ সালে একইভাবে স্কুলের পাশে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় এই স্কুলের এক ছাত্রের মৃত্যু হয়। বেহালার ঘটনার পর স্কুলের পাশের জাতীয় সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নতির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করছে। বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনা ২০১৮ সালে রায়গঞ্জের ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর স্মৃতিকে উসকে দিল।

Behala Road Accident Victim: রক্তাক্ত ব্যাগ আঁকড়ে প্রলাপ মায়ের, জন্মদিনের আগেই থামল বেহালার খুদে পড়ুয়ার জীবন
বেহালার ঘটনার খবর দেখে নিজের স্কুলের ছাত্র মৃত্যুর স্মৃতি মনে পড়ে আতঙ্কিত রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য, ২০১৮ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের দশম শ্রেণীর ছাত্র প্রতীক চ্যাটার্জী (১৫) স্কুলে যাওয়ার সময় স্কুলের গেটের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়।

WB Primary School : স্কুলের মধ্যেই ‘বীরনগর এক্সপ্রেস’! পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ প্রাথমিকে
এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়। স্থানীয় ট্রাফিক পুলিশের অফিস ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়ি এবং মোটরবাইক ভেঙে ফেলে উত্তেজিত জনতা। মারধর করা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। উত্তেজিত জনতাকে ছাত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও টিয়ারসেল ফাটায়।

Mid Day Meal : DA ধর্মঘটে যোগ দেওয়ায় চাকরিহারা ৯ রাঁধুনি! অভিযোগ ঘিরে স্কুলের সামনেই প্রতিবাদ
পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ পথ দুর্ঘটনা এড়াতে থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।স্কুলের গেট ও আশপাশের রাস্তার দুইপাশে পার্কিং নিষিদ্ধ করা হয়। কিন্তু সময়ের সাথে সাথে তা ক্রমশ শিথিল হয়ে যায়। ক্লাস টেনের এক ছাত্র বলে, ‘প্রত্যেকদিন স্কুলের গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে।

Meghalaya School Incident : ইংরেজি বলতে না পারার শাস্তি! মেঘালয়ে জুতোর মালা পড়িয়ে ঘোরানো হল ছাত্রকে
এই ভিড় টপকে স্কুলে যাতায়াত করতে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। যে কোনোদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা খুব রিস্ক নিয়ে স্কুলে যাতায়াত করি’। এক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘এর আগে স্কুলছাত্রের মৃত্যুর পর প্রশাসন থেকে অনেক বিধিনিষেধ জারি করা হয়েছিল।

Bardhaman News : স্কুল চত্বরে সাপের আতঙ্ক! ভয়ে পরীক্ষা বন্ধ কালনার স্কুলে
নজরদারির অভাবে কয়েক মাসের মধ্যেই অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গিয়েছে। স্কুলে বাচ্চাদের পাঠিয়ে আমরা আতঙ্কে থাকি’। স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত জানিয়েছেন, ‘গতকাল একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বেহালার একটি স্কুলে ঘটে গিয়েছে। এক ছাত্র অকালে প্রাণ বিসর্জন দিয়েছে।

Behala Road Accident: শিশু মৃত্যুতে তুলকালাম বেহালায়, স্কুলের মধ্যে কাঁদানে গ্যাস ফাটানোর অভিযোগ! অসুস্থ পড়ুয়ারা
একই রকম একটি ঘটনার সাক্ষী হয়েছিলাম আমরা ২০১৮ সালে। আমাদের স্কুলেরই এক ছাত্র মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। গতকাল টিভিতে যখন খবরটি দেখছিলাম তখন খুবই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। কারণ আমাদের স্কুলটিও একদিকে জাতীয় সড়ক অপরদিকে রাজ্য সড়কের মাঝখানে অবস্থিত।

Uttar 24 Pargana News : টাকিতে স্কুলের ল্যাবরেটরিতে ভয়াবহ বিস্ফোরণ! হাসপাতালে শিক্ষক-ছাত্রীরা
স্কুলের গেটের সামনে যেভাবে বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকে এবং যানবাহন চলাচল করে তা প্রতিনিয়ত একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আবার স্কুলের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই আতঙ্কের কথা জানিয়ে চিঠি পাঠাচ্ছি। যাতে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা না হয় তার ব্যবস্থা গ্রহণ করে’।

রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ‘শিলিগুড়ি মোড়ের ওই স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের নিরাপত্তার ব্যাপারে আগামী রোড সেফটি মিটিংয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *