Trending News : ‘স্বামীকে ছেড়ে আমার সঙ্গে তিন রাত…’, সংসারের হাল ফেরাতে ‘সহবাস টোটকা’! পুরোহিতকে গণপ্রহার বোলপুরে – bolpur priest ask local woman to get physically intimate with him to solve all life problems


সংসারের মঙ্গল চাইলে তিনদিন স্বামীকে ছেড়ে তাঁর সঙ্গে সহবাস করতে হবে। গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ায় পুরোহিতকে গণপ্রহার। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বোলপুরের ত্রিশুলা পট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক গৃহবধূকে এমনই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পুরোহিতের বিরুদ্ধে। গোটা ঘটনার কথা স্বীকার করেছেন ওই পুরোহিত নিজেও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিশুলা পট্টি এলাকার গৃহবধূ তাঁর স্বামীর মুদিখানার দোকানের সামগ্রীর বিক্রি যেন বাড়ে সেকারণেই ওই পুরোহিতের দ্বারস্থ হয়েছিলেন। কী করলে স্বামীর ব্যবসায় উন্নতি হবে তা পুরোহিতের কাছে জানতে চান ওই গৃহবধূ। অভিযোগ, তখনই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় ওই পুরোহিত।

Shyama Bengali Serial : বিয়ের পরও বউদির সঙ্গেই প্রেমে গদগদ! মুখ খুললেন হানি বাফনা
মহিলার সমস্যার সমাধানের টোটকা হিসেবে সে বলে, ‘সংসারের মঙ্গল চাও তো স্বামীর সঙ্গে এক বিছানায় তিন দিন ঘুমোতে পারবে না। আমার সঙ্গে তিনদিন সহবাস করলে স্বামীর দোকান চলবে আর সংসারে উন্নতি হবে।’ পুরোহিতের মুখে একথা শুনে লজ্জায়, অপমানে কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না ওই গৃহবধূ। পরে গোটা ঘটনার কথা তিনি তাঁর স্বামীকে জানান। তাঁর স্বামীও প্রতিবেশীদের গোটা ঘটনার কথা জানান।

Raiganj News : প্রেম করে পালিয়ে বিয়ে! স্বামীর সঙ্গে ঝগড়ার পর জলাশয় থেকে উদ্ধার বধূর দেহ
এই ঘটনার পরদিন পুরোহিত এলাকায় পুজো করতে এলে এলাকাবাসী তাকে ঘিরে ধরে ফেলেন। দেওয়া হয় গণপ্রহার। চলতে থাকে চড়, কিল ও ঘুষি। উন্মত্ত জনতার মারের মুখে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার কথা ক্যামেরার সামনে স্বীকার করে ওই পুরোহিত। স্থানীয়দের সে জানায়, আগামী দিন এই ধরনের কথা তিনি আর কখনও কাউকে বলবে না। তাকে যেন ওই এলাকায় আর দেখা না যায়, এই হুঁশিয়ারি দিয়ে স্থানীয়রা তাঁকে ছেড়ে দেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্যামেরার মুখোমুখি হয়ে নির্মল বন্দ্যোপাধ্যায় নামে ওই পুরোহিত বলে, ‘আমি খুবই অন্যায় করেছি। মেয়েদের নোংরা কথা বলাটা আমার খুবই অন্যায় হয়েছে। আমি আগামী দিনে এই ধরনের কাজ আর কখনও করব না। আমি খুবই খারাপ কথা বলেছি।’

Kolkata Police cyber crime : ‘তুমি ভালো ছেলে…’, গড়িয়াহাটের যুবককে ফোন ‘CBI’ অফিসারের! তারপর যা হল…
মহিলার স্বামী বলেন, ‘আমার দোকানে কেনাবেচা কম হয়। সেই কারণেই আমার স্ত্রী ওই পুরোহিতের দ্বারস্থ হয়েছিলেন। পুরোহিত বলে সমস্যার সমাধান কর দেবে। আমার সঙ্গে তিনদিন এক বিছানায় শুতে পারবে না, তাহলে আমি পাগল হয়ে ছুটে বেড়াব। তার বদলে ওই পুরোহিতের সঙ্গে তিনদিন সহবাসের প্রস্তাব দিয়েছে। আমাদের এখানে আরও এক মহিলাকেও একই ধরনের কুপ্রস্তাব দেওয়া হয়েছে বলে শুনেছি। কেমন এমন করল জানি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *