Trinamool Congress : তৃণমূলে টিকিট না পেয়ে লাল ঝাণ্ডা! ফের জিতেই সবুজ শিবিরে প্রার্থী – candidate left the party and joined the cpim but now again joins trinamool in cooch bahar


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল টিকিট দেয়নি। তাই CPIM-এ যোগ দিয়ে তাঁদের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে আবার তৃণমূলে ফিরলেন। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের CPIM-এর একমাত্র পঞ্চায়েত সদস্য আবুল কালাম আজাদ শুক্রবার সকালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিলেন। এদিন যোগদানের পর আবুল কালাম আজাদ বলেন, ‘ওই দলের টিকিটে জিতেছিলাম ঠিকই। কিন্তু সেই দলে কাজ করার সুযোগ ছিল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।

Trinamool Congress : CPIM ছেড়ে তৃণমূলে যোগ জয়ী প্রার্থীর, বাম শুন্য আকাইপুর গ্রাম পঞ্চায়েত
আর আমি বরাবরেই তৃণমূল সমর্থক। তাই অন্য দলে থাকার প্রশ্নই ওঠে না। টিকিট পেতেই গিয়েছিলাম CPIM-এ’। এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘আমিও আগে বামে ছিলাম। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়েছিলাম। উনি এবারে আবার CPIM-এর প্রার্থী হয়েছিলেন। ভোটে জিতেছিলেন।

Birbhum News : কংগ্রেসের জয়ী প্রার্থীকে লোভ দেখিয়ে দলে টানল তৃণমূল! অভিযোগ অস্বীকার শাসকদলের
কিন্তু সেখানে থেকে কাজ করতে পারবেন না বলেই তিনি তৃণমূলে যোগ দিলেন’। এবারের পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ২৪২ টি বুথের মধ্যে শুধুমাত্র সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন আবুল কালাম আজাদ। এদিন আজাদ সাহেব তৃণমূলে যোগ দিতেই দিনহাটা মহকুমায় বামেদের কোনও পঞ্চায়েত সদস্য থাকল না। পাশাপাশি এটা বামেদের কাছে বড় ধাক্কা। যদিও CPIM-এর জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বলেন, ‘ভয় দেখিয়ে তাঁকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। এতে তৃণমূলের কৃতিত্বের কিছু নেই।

Trinamool Congress : লক্ষাধিক টাকায় পদ বিক্রির অভিযোগ! তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল
সব জায়গায় এভাবেই ভয় দেখিয়ে ও টাকার জোরে তৃণমূল এসব কাজ করছে। এভাবে চললে একদিন দলটাই মুছে যাবে’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম জমানায় আজাদ সাহেব CPIM করতেন। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। এবারের পঞ্চায়েত নির্বাচনে ৭/১০০ নম্বর বুথে পঞ্চায়েতের টিকিটের অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তৃণমূল তাঁকে টিকিট না দেওয়ায় CPIM-এ যোগ দেন এবং CPIM-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তৃণমূলের বিরুদ্ধে।

Dakshin 24 Pargana : কুলতলিতে দেদার বিক্রি হচ্ছে নদীর চর! কাঠগড়ায় তৃণমূল নেতা
পঞ্চায়েত ভোটের ফল বেরোলে দেখা যায় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ওই বুথে CPIM প্রার্থী আজাদ সাহেব জয়ী হয়েছেন। মহকুমার এই একটিমাত্র আসনে বামেরা জয়ী হয়েছিল। এরপরই এদিন তিনি CPIM ছেড়ে তৃণমূলে যোগ দেন।

শুধু আবুল কালাম আজাদই নন, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হওয়ার পর কোচবিহার জেলায় আরও অনেক বিরোধীদের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছে। তৃণমূলের উন্নয়নের শরিক হতেই সবাই যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *