Trinamool Congress : প্রধান কে হবেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে বারাসতে, ঘেরাও দলীয় কার্যালয় – villagers besieged the party office due to conflict between two groups of trinamool in barasat


বারাসত ব্লক ২-এ তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে উঠল। কে হবেন প্রধান, এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তরজা শুরু হল। বাদা গ্রাম থেকে প্রধান করতে হবে, এই দাবিতে শনিবার শাসনের খড়িবাড়িতে তৃণমূলের দলীয় কার্যালয় ঘেরাও করলেন তৃণমূলের কর্মী সমর্থক সহ গ্রামবাসীরা। উল্লেখ্য বারাসত ২ নং ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ এবার SC সংরক্ষিত। ভোটের আগে বারাসত ২ নং ব্লক সভাপতি শম্ভু ঘোষের নেতৃত্বে খড়িবাড়ির অঞ্চল নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার SC অধ্যুষিত বাদা গ্রাম থেকে প্রধান হবেন। ওই গ্রামে তৃণমূল থেকে কৃষ্ণা পাত্র জয়ী হয়েছেন। কিন্তু বারাসত ২ নং ব্লক নেতৃত্বের নির্দেশে এখন চৌমুহা গ্রামের পদ্দরাজ পাড়া থেকে প্রধান হবে।

Trinamool Congress : লক্ষাধিক টাকায় পদ বিক্রির অভিযোগ! তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল
এই নির্দেশ আসার পরেই খড়িবাড়ি তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী ও গ্রামবাসীরা। কীর্তিপুর ১পঞ্চায়েতের বাদা গ্রামের তৃষ্ণা পাত্রকে প্রধান করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে হঠাৎই অঞ্চল কমিটি সিদ্ধান্ত নেয় মহেন্দ্র মণ্ডলকে প্রধান করা হবে। তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।

Trinamool Congress : CPIM ছেড়ে তৃণমূলে যোগ জয়ী প্রার্থীর, বাম শুন্য আকাইপুর গ্রাম পঞ্চায়েত
তাঁরা প্রথমে খড়িবাড়ি অঞ্চল পার্টি অফিস ঘেরাও করে। পরে বারাসত দু’নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রতিশ্রুতি মতো নির্ধারিত পঞ্চায়েত প্রধানের পদ না পাওয়ায় বারাসত ২ নম্বর ব্লকের কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল কার্যালয় ও বারাসত ২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ করে ঘেরাও করেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের BJP নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ হাইকোর্টের
এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই বিষয়ে এক তৃণমূল কর্মী বলেন, ‘ভোটের আগে থেকেই ঠিক ছিল বাদা গ্রামের SC প্রার্থী কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হবেন। কিন্তু হঠাৎই রাতারাতি ব্লক নেতৃত্ব অন্য কাউকে প্রধান করতে চাইছে।

Trinamool Congress : এক সপ্তাহে তৃতীয়বার দলবদল, তৃণমূলে যোগ BJP-র পঞ্চায়েত সদস্যার
আর তা মানতে চাইছি না বাদা এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা কেউই তাই আমরা কীর্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাই। পরবর্তীতে বারাসত ২ নম্বর ব্লক অফিসের তৃণমূল কার্যালয় সেখানে গিয়েও বিক্ষোভ দেখাই’। এরপর দলের উচ্চ নেতৃত্ব ও ব্লক নেতৃত্বের হস্তক্ষেপে এদিন ঠিক হয় বাদা গ্রামের জয়ী প্রার্থী কৃষ্ণা পাত্রকেই প্রধান করা হবে।

Dakshin 24 Pargana News : মগরাহাটে TMC-র জয়ী প্রার্থীকে কুপিয়ে-গুলি করে খুন, গুলিবিদ্ধ আরও ১
এই প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন বাদা গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিষয়ে খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, ‘নির্বাচনের সময় যেমন প্রার্থী হওয়ার দাবি থাকে। ঠিক তেমনই নির্বাচন হয়ে যাওয়ার পর প্রধান হওয়ার দাবি থাকে।

স্বাভাবিকভাবে কারও মনে ইচ্ছা থাকতেই পারে। তাই তাঁরা দলের অফিস, দলের সভাপতির কাছে এসেছিলেন তাঁদের দাবি যেন বিচার করা হয়। পার্টির নেতৃত্বে যারা আছেন তাঁরা নিশ্চিত বিচার করবেন এবং পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *