জঙ্গলমহলের পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে UPSC এবং WBSC পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অন্যান্য় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য খাতরা টাউন গ্রন্থাগারের নবনির্মিত স্টাডি সেন্টারের উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই এই উদ্যোগে খুশি জঙ্গলমহলের পড়ুয়ারা।
এই অত্যাধুনিক স্টাডি সেন্টারে থাকছে পড়াশোনা করবার জন্য আলাদা আলাদা কক্ষ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাম্প্রতিক সময়ের পাঠ্যপুস্তক এবং বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থাও রাখা হচ্ছে। খাতরা মহকুমার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।
বাঁকুড়া জেলার খনিজ তহবিলের সহায়তায় এবং খাতরা মহকুমার প্রশাসনের তরফ থেকে তৈরি হয়েছে এই পাঠ্যকক্ষ। বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ার জানান, খাতরা মহকুমার জন্য একটি বিশেষ উপহার এই অত্যাধুনিক পাঠ্যকক্ষ। ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন পরীক্ষামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এবং ভালো বই থেকে পড়ার সুযোগ পান সেই জন্য এই পদক্ষেপ।
জঙ্গলমহলের শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এবার এই উদ্যোগ নতুন প্রজন্মের লক্ষ্য পূরণের পথে বড় সহায়ক হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকেই।
এই উদ্যোগ প্রসঙ্গে বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, “যে বিষয় সম্পর্কে পড়ুয়ারা আরও জানতে চান তাঁদের তা নিয়ে পড়াশোনা করা উচিত। ইচ্ছের বিরুদ্ধে কোনও বিষয় নিয়ে পড়াশোনা করা ঠিক নয়। এই উদ্যোগের ফলে বহু ছাত্র ছাত্রী উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।”
অন্যদিকে, জঙ্গলমহলের পড়ুয়া সৌরভ মণ্ডল বলেন, “যে সমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে চলেছে। এখানে পড়াশোনার পরিবেশ রয়েছে। আমি নিজে UPSC-র প্রস্তুতি নিচ্ছি। এখানে বেশ কিছু বই রয়েছে যা আমার পড়াশোনার জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে। আমি নিয়মিত এখানে এসে পড়াশোনা করতে চাই। আশা করি আমার মতো আরও অনেক পড়ুয়া পড়শোনা করার একটা নির্দিষ্ট জায়গা এবং সুযোগ সুবিধা পাবেন এখানে এসে।” এই স্টাডি সেন্টারের উদ্বোধনে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় পড়ুয়ারা।