Weather Today West Bengal : আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষণ, ঝেঁপে বৃষ্টি উত্তরের ৫ জেলায় – today weather update of west bengal including kolkata on 5 august 2023


মেঘ, বৃষ্টি, রৌদ্রের খেলা অব্যাহত রাজ্যে। দিন কয়েক আগে পর্যন্তও নিম্নচাপের জেরে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে মুষলধারে বৃষ্টি। আপাতত বৃষ্টির পরিমান কিছুটা কম। তবে সম্ভাবনা যে একেবারে থাকছে না, তেমনটা নয়। আজও তিলোত্তমা কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এছাড়াও আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশকিছু অংশে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিমাণ কমলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। তবে ভারী বৃষ্টি হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপ রাজ্য থেকে অনেকটা দূরে সরে গেছে, তাই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

Weather Today Kolkata: বঙ্গের আকাশে ঘনীভূত নিম্নচাপ, দুর্যোগের মেঘ কোন কোন জেলায়?
আজ দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও হতে পারে হালকা বৃষ্টি। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবারও। সেক্ষেত্রে আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Kolkata Weather Today: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টায় ভাসবে কলকাতা সহ কয়েক জেলা
বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা উত্তরবঙ্গে
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে। সেক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গে ওপরের দিকের ৫ জেলায়। পাশাপাশি উত্তরের বাকি জেলাগুলিতেও হতে পারে হালকা বৃষ্টিপাত।

Howrah Weather Today : নিম্নচাপ কি ভারী বৃষ্টির অশনি সংকেত? জানুন হাওড়া ও হুগলি জেলার আবহাওয়ার পূর্বাভাস
কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহর কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী কয়েকদিনে তা বাড়তেও পারে। সেক্ষেত্রে বৃষ্টি হলেও বজায় থাকবে ঘর্মাক্ত পরিস্থিতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *