‘কিছু ত্রুটি হয়েছে…’, ধরনা মঞ্চে পঞ্চায়েতে অনিয়ম নিয়ে অকপট উদয়ন


‘পঞ্চায়েতের কাজে কিছু ত্রুটি হয়েছে…’ কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধরনা মঞ্চে বললেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি, তিনি এও জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের এবারে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয়নি এবং আগামীদিনে প্রধান পদে বসানো হবে না বলেও দাবি করেন তিনি।

Udayan Guha : &amp#39;মায়ের কাছে থাকার সুযোগ পাবে না…&amp#39;, তৃণমূলকর্মীর বাড়ি হামলা হতে রেগে কাঁই উদয়ন
দলের প্রাক্তন পঞ্চায়েত থেকে প্রধানদের একাংশ যে দুর্নীতির সঙ্গে জড়িত তা কার্যত স্বীকার করে নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার দিনহাটার পাঁচমাথার মোড়ে এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমাদের কিছু ত্রুটি হয়েছে। যে পঞ্চায়েত ও প্রধানদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দল এবার তাদের টিকিট দেয়নি। আবার প্রধান হবার ক্ষেত্রে অনেক নামের সুপারিশ বাতিল করা হয়েছে।’

Ananta Maharaj News: &amp#39;ওহে মহারাজ…ছিঃ তুমি ধর্ষক&amp#39;, অনন্ত মহারাজকে নাম না করে আক্রমণ উদয়নের? জল্পনা
এদিন তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মানুষের পাওনা -অধিকার পাওয়ার ক্ষেত্রে, সাধারণ মানুষকে বঞ্চিত করেছে তাদের নাম বাতিল করা হয়েছে। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার একটি ‘খেলা’ শুরু করেছে, যে কারণে একাধিক প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Ananta Maharaj Cooch Behar: পা টিপে BJP সাংসদের &amp#39;সেবা&amp#39;! ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ইতিমধ্যে একাধিক সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই এই বিষয় নিয়ে হুঙ্কার ছাড়তে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। সেদিনের মঞ্চ থেকেই রাজ্যের সমস্ত জেলায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ অগাস্ট জেলায় জেলায় এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করা হয়।
পরবর্তীকালে এই কর্মসূচির ভাগ্য গড়ায় আদালত পর্যন্ত। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় শীর্ষ নেতৃত্ব। পরবর্তীকালে এই কর্মসূচি আজ, রবিবার জেলার প্রতিটি ব্লকে ব্লকে করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। সেই মতো আজ জেলায় জেলায় এই কর্মসূচি পালন করছে রাজ্যের শাসক দল।

Ananta Maharaj in Cooch Behar : ‘সংসদে বলবো’! পৃথক কোচবিহার? ঝেড়ে কাশুন, বললো তৃণমূল

শনিবার দিনহাটা বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস দাস বিজেপিতে যোগ দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম অনেক প্রধান আছে যারা ঠিকাদারদের অর্থ খেয়ে বসে আছেন। তাদের যদি জেলে ঢোকাতে না পারি রাজনীতি ছেড়ে দেব।’ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূলের দিনহাটা -২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, তৃণমূলের দিনহাটা-১ এ ব্লক সভাপতি শুধাংশু রায় প্রমুখ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *