‘কেন্দ্রের বঞ্চনা রয়েছে!’ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ধরনা মঞ্চে BJP বিধায়ক


তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে BJP বিধায়ক। শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। রবিবার রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি। তার মধ্যেই হঠাৎ এদিন সকালে তৃণমূলের ধরনা মঞ্চে হাজির হলেন গঙ্গারামপুরের BJP বিধায়ক সত্যেন রায়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

Balurghat Fire Incident : বালুরঘাটে সরকারি অফিসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হল একাধিক নথি
রবিবার সারা রাজ্য জুড়ে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেইমতো, গোটা রাজ্য জুড়েই ব্লকে ব্লকে এই কর্মসূচি বেলা ১২টা থেকে পালন করা হয়েছে। তারমধ্যে অবাক কাণ্ড দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিন হঠাৎ তৃণমূলের ধরনা কর্মসূচিতে হাজির হতে দেখা গেল গঙ্গারামপুরের BJP বিধায়ক সত্যেন রায়কে।

Balurghat News : ষাঁড়ের হল জলাতঙ্ক! গুঁতোয় জখম একাধিক, বালুরঘাটে ভয়ে সিঁটিয়ে মানুষ
এদিনের ধরনা কর্মসূচিতে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসের দাবিকে সমর্থন করছেন বলে জানান তিনি। বিষয়টি শোরগোল পড়ে গিয়েছে জেলায়। দীর্ঘদিন ধরেই একাধিক প্রকল্পে কেন্দ্রকে বিঁধে আছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এমনকি, বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Dakshin Dinajpur News : যক্ষ্মা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বিতর্কে দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্যকেন্দ্র
সেই দাবিকে একাধিকবার নস্যাৎ করে দিয়েছে রাজ্য BJP নেতৃত্ব। অথচ, সেই দাবি সমর্থন জানিয়ে এবার তৃণমূলের ধরনা মঞ্চে হাজির হতে দেখা গেল BJP বিধায়ককে। তাঁর কথায়, রাজ্য যে টাকা পাচ্ছে না, এর জন্য দুটি সরকারই দায়ী। তিনি বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার বসে ঠিক করুক কেন বাংলার মানুষ টাকা পাচ্ছেন না। দায়িত্ব দুই সরকারে। সেই দায়িত্ব বিধায়কদের নয়।’

Santali Medium School : পঠনপাঠনে উৎসাহী পড়ুয়ারা! দক্ষিণ দিনাজপুরে বাড়ানো হচ্ছে সাঁওতালি ভাষার স্কুল
BJP বিধায়কের বাড়ি থেকে ২০০ মিটার দূরে ধরনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন BJP বিধায়ক সত্যেন রায়ের বাড়ি থেকেও ২০০ মিটার দূরে তৃণমূল কংগ্রেস ধরনা কর্মসূচি পালন করছিল। সেই সময় নির্দিষ্ট কাজ থেকে বাড়ি ফিরছিলেন BJP বিধায়ক।
BJP বিধায়ককে দেখে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চ থেকে স্লোগান দেওয়া শুরু হয়। তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকরা। স্লোগান শুনেই হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন BJP বিধায়ক। এরপর তিনি সোজা গিয়ে তৃণমূলের মঞ্চে উঠে যান। বাতাসপুরি মোড়ে এই সভা হচ্ছিল। হঠাৎ তাঁকে হাজির হতে দেখে অবাক হয়ে যান তৃণমূল কর্মীরাও।

TMC Conflict Video : ‘অল ইন্ডিয়া জানে কে প্রধান হবে, এখন বলছে হবে না’ তৃণমূলে গৃহযুদ্ধ!

এরপরেই, মোচড় মাইক হাতে তৃণমূলের বক্তব্যের কিছু অংশের সমর্থন এবং কিছু অংশের বিরোধিতা করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় কেন্দ্রের বঞ্চনা রয়েছে। সেখানে বিধায়কদের কিছু করার নেই।’ দুই সরকারকে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত জেলা BJP নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *