‘রাইলস টিউব ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য’ Buddhadeb Bhattacharya medical bulletin


মৈত্রেয়ী ভট্টাচার্য: এখনই ছুটি নয়। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে আরও ২ দিন। অবশেষে রাইলস টিউব ছাড়াই স্যুপ খেতে পারলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Kolkata Airport: বিমানবন্দরে বোমাতঙ্কে প্রবল চাঞ্চল্য…তারপর রবি দুপুরে কী ঘটল! চলে এল বড় খবর

এক সপ্তাহ পার। আজ, রবিবার হাসপাতালে নবম দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কেমন আছেন বুদ্ধবাবু? হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গল কিংবা বুধবার ছুটি পেতে পারেন তিনি। দুপুর থেকে বন্ধ আইভি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ছাড়া কেমন থাকেন, সেটাই দেখতে চাইছেন চিকিৎসকরা।

রাইলস টিউব লাগানো এখনও। ফিজিওথেরাপিও চলছে। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ দিয়ে তরল ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়। ভালোভাবেই স্যুপ খেয়েছেন তিনি। গতকাল, শনিবার খুলে দেওয়া হয় ক্যাথিটার।

এদিন হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে যান সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মহ সেলিম ও সূর্যকান্ত মিশ্র। হাসপাতালে সূত্রে খবর, দলের দুই নেতার সঙ্গে কথা বলেন তিনি। এমনকী, কথা বলার সময়ে উঠে বসেছিলেন বেডে! মেডিক্যাল বুলেটিনে উল্লেখ,  নন ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থায় স্থিতিশীল।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ তিনি। একসময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য এখন শয্যাশায়ী। সংক্রমণের আশঙ্কায় তাঁর সঙ্গে কাউকে দেখা করারও অনুমতি দেন না চিকিৎসকরা। আচমকাই শ্বাসকষ্টে সমস্যা বেড়ে যাওয়ায়, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কবে? গত শনিবার।

আরও পড়ুন: Bhangar: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কলকাতা পুলিসের ম্যাপে ভাঙড় ও কাশীপুর…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *