প্রসেনজিত্ মালাকার: বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে। রামপুরহাটের রদিপুর থেকে উদ্ধার হল ১২ হাজার জিলেটিন স্টিক। একটি পরিত্যক্ত বাড়িতে প্যাকেটেবন্দি করে রাখা হয়েছিল ওইসব জিলেটিন স্টিক। কোথা থেকে এল ওইসব স্টিক তা তদন্ত করে দেখছে পুলিস।
আরও পড়ুন-সোম থেকে বুধ ভারী বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন নেই মহানগরে
আগের অনেকবার বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে বীরভূমে। দেখা গিয়েছে পাথর খাদানে পাথর ফাটানোর জন্য ব্যবহার হয় জিলেটিন স্টিক। ফলে ওইসব জিলেটিন স্টিক পাথর খাদানের জন্য আনা হয়েছিল নাকি তা অন্য কোনও কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল সেটাই এখন তদন্তের বিষয়। আরও একটি বিষয় হল ফের বিস্ফোরক উদ্ধার হয়েছে কিন্তু জেলা পুলিস কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরকের খোঁজে বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। ওই তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। তার জেরে গ্রেফতারও করা হয়েছিল কয়েকজনকে। আরও একজনকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিস।
সবিস্তার আসছে…..