শুভেন্দুর হাত ধরে BJP-তে যোগদান, ধরনা মঞ্চে তৃণমূলে ঘর ওয়াপসি চুঁচুড়ায়


তৃণমূলের ধরনা মঞ্চে ঘর ওয়াপসি তৃণমূল নেত্রীর। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের ধরনা। চুঁচুড়া ঘড়িমোড়ে তৃণমূলের ধরনা ও সমাবেশ উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন সহ জেলা নেতৃত্ব।

Indian Railway : অমৃত ভারত প্রকল্পে খোলনলচে বদলে যাবে হুগলির এই ৪ স্টেশনের
রবিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন চুঁচুড়ার প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন মুখোপাধ্যায়র স্ত্রী সুমা মুখোপাধ্যায়। ২০২১ সালে চন্দননগরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন সুমা মুখোপাধ্যায়। আজ ফের তৃণমূল পরিবারে ফিরলেন বলে দাবী সুমা মুখোপাধ্যায়র।

Hooghly News : টার্গেটে প্রবীণ নাগরিকরা, বহুজাতিক সংস্থার নামে প্রতারণা! হুগলিতে ধৃত ৮
তিনি বলেন, ‘আমার রাগ হয়েছিল, তাই বিজেপির মঞ্চে উঠেছিলাম,কিছু পাওয়ার জন্য না। আমার মতান্তর হয়েছিল। মনান্তর নয়। তাই আবার নিজের পরিবার,স্বামীর সহকর্মীদের কাছে ফিরলাম। তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘শুধু কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে না।’ তাঁর কথায়, এ রাজ্যের বিজেপি নেতারাও মানুষের সঙ্গে বঞ্চনা করছেন। তারা একশো দিনের টাকা আবাস যোজনা টাকা আটকে দিতে তদবির করছেন। সাধারণ মানুষের কাছে তাদের জবাব দিতে হবে। হুগলির ১৮টি ব্লকেই আজ বিজেপি বিরোধী ধরনা চলে।

BJP Leader Death : মাকে ফোন করে কান্না, হোটেলরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! BJP নেতার মৃত্যু ঘিরে রহস্য
মূলত, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে ধরনা কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করা হয়। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির ঘোষণা করেন।
পরবর্তীকালে, এই কর্মসূচির চরম বিরোধিতা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির ফলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানায় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে বিজেপি নেতৃত্ব। পরবর্তীকালে আদালতের নির্দেশে এই কর্মসূচি বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। ৫ অগাস্ট এই কর্মসূচি হওয়ার কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

Hooghly News : নামি কোম্পানির নাম ব্যবহার করে নকল নারকেল তেল! গ্রেফতার ১

পরবর্তীকালে, ৬ অগাস্ট আজ, রবিবার রাজ্যব্যাপী ব্লকে ব্লকে ধরনা কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ সারা রাজ্য জুড়েই এই কর্মসূচির পালন করা হয়। আগামী ২ অক্টোবর, দিল্লিতে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন উন্নয়নের দফতরের সামনে এই প্রতিবাদ কর্মসূচির করার কথা আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *