‘ ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাব…’, কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার অর্জুনের


কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে হুঙ্কার তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিংয়ের। আগামী ২ অক্টোবর ‘দিল্লি অভিযান’ ১০ লাখ মানুষকে নিয়ে রাজধানীতে যাওয়ার কথা ঘোষণা করেন অর্জুন সিং। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরূদ্ধের উত্তর ২৪ পরগনার জেলার একটি ধরনা কর্মসূচি থেকে আওয়াজ তোলেন তিনি।

WB Panchayat Election : মাছের বদলে এসব কী উঠল! পুকুরে জাল ফেলতেই চক্ষু চড়কগাছ, বকুলতলায় হইচই
রাজ্যের প্রতি বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার এই অভিযোগে বারবার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আজ রাজ্যের প্রত্যেকটি ব্লক, পুর অঞ্চলে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
সেইমতো রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে কাকিনাড়া মানিক পীর বাজারে গণ অবস্থান শুরু করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা।

Dakshin 24 Parganas Accident : বেপরোয়া ভ্যানের একের পর এক যাত্রীকে ধাক্কা, কুলতলিতে মৃত্যু কিশোরের
প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এছাড়াও ছিলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর অমিত গুপ্তা, জিতেন্দ্র সাউ, গোপাল রাউত, তৃণমূল নেতা মন্নু সাউ ও অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ অর্জুন সিং বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে সেই ব্যাপারে মানুষকে বোঝাতে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছি।

Civic Volunteer : PWD-র জমি আটকে সিভিকের &amp#39;দাদাগিরি&amp#39;! পুলিশের কড়া পদক্ষেপে খুশির হাওয়া ভাঙড়ে
অর্জুন আরও বলেন, ‘ওরা এজেন্সিকে কাজে লাগাচ্ছে আমরা আমাদের মত তার বিরোধিতা করছি। এমনকি ১০ লাখ এরও বেশি মানুষ নিয়ে দিল্লিতে প্রতিবাদ গড়ে তোলার কথা জানালেন সাংসদ।’ আগামী দিনে রাজ্যের প্রতিটি কোণায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা মানুষের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Arjun Singh: ‘সিপিএম চালাতো পুলিশকে, এখন আমরাও চালাই’!

আগামী ২ অগাস্ট পর্যন্ত তাঁর জেলায় একাধিক কর্মসূচি পালন করার কথাও ঘোষণা করেন অর্জুন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস যোগদান করার পর কেন্দ্রের একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে সাংসদ অর্জুন সিংকে। এর আগে জুট মিলের সমস্যা নিয়েও কেন্দ্রের দরবারে হাজির হতে দেখা গিয়েছিল তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *