Bardhaman News : বর্ধমানে আহলুয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা, ‘আমি কী করবো?’ দুর্ঘটনার পর বললেন BJP সাংসদ – bjp mp s s ahluwalia car hit a woman at bardhaman and not given any compensation


বিজেপি সাংসদ এস এস আহলুয়ালিয়ার গাড়ির ধাক্কায় আহত মহিলা। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বীরহাটা এলাকায়। চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিযোগ, ঘটনার পরেও গাড়ি থেকে নামেননি সাংসদ। খবর পেয়ে ওই মহিলাকে দেখতে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

জানা গিয়েছে, রবিবার বর্ধমান রেল স্টেশনে অমৃত ভারত স্টেশন স্কিমের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ এস এস আহলুয়ালিয়া। সেখান থেকে ফেরার সময় বর্ধমান শহরের বীরহাটা এলাকায় ঊষা হাটি নামে ওই মহিলাকে ধাক্কা মারে সাংসদের গাড়ি। বিজেপি সাংসদের গাড়ির ধাক্কায় আহত হন ওই মহিলা। কিন্তু অভিযোগ, মহিলার ধাক্কা লাগার পরেও গাড়ি থেকে নামেননি আহলুয়ালিয়া। উলটে নাকি বলেন, ‘হয়ে গেছে তো আমি কী করবো?’ এমনকী চিকিৎসার খরচ চাইলে তাও দেননি বলে অভিযোগ ওই মহিলার। এরপর স্থানীয়রাই তাঁকে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

TMC MP : টোলকর্মীকে গলাধাক্কা সাংসদের, কড়া প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের
এই প্রসঙ্গে ওই মহিলা বলেন, ‘আমি রাস্তা দিয়ে আসছিলাম, সেই মুহূর্তে আমায় গাড়িতে ধাক্কা মারে। আমি বললাম, আপনি কি দেখতে পাচ্ছেন না? গাড়ির জানালার কাচ খুলে একজন বললেন, হয়ে গেছে তো আমি কী করব? আজকে আমার কিছু হয়ে গেলে, আমার বাচ্চা মেয়ে দু’টোর কী হত? আমি বললাম, আমার ডাক্তার দেখানোর কিছু পয়সা দিন, তিনি দাঁড়ালেনই না।’

Paschim Medinipur Police : নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, খড়গপুরে মৃত্যু ASI-এর
এদিকে এই খবর পেয়েই হাসপাতালে ওই মহিলাকে দেখতে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ‘১টার সময় আমাদের বর্ধমান-দুর্গাপুরের সাংসদ, তিনি হয়ত রেলের কোনও উদ্বোধনে এসেছিলেন, সেই সময় কার্জন গেটে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল। আমার দেখলাম তিনি ওখান দিয়ে গেলেন। উষা হাটি নামে একজনকে ধাক্কা মারে সাংসদের নিজের গাড়ি। সেই মেয়েটির হাত ভেঙেছে, কোমরে লেগেছ। সবচেয়ে দুঃখের বিষয়, একজন সাংসদ একটি মেয়েকে ধাক্কা মেরে চলে গেলেন, এক মিনিট দাঁড়ালেন না। মানবিকতা বলে কিছু নেই। মানুষের প্রতি এদের কোনও সহযোগিতা নেই, ভালবাসা নেই।’ একইসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, আহতকে ভর্তি করে আয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চিকিৎসার দিক থেকে যেন কোনও ঘাটতি না হয়, সেটা দেখা হবে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *