Birbhum News : বিস্ফোরকের স্তূপে বীরভূম! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ১২ হাজার জিলেটিন স্টিক – huge number of gelatin sticks explosives recovered from birbhum rampurhat


বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমের রামপুরহাটে। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ রোজিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করে ৬০ বাক্স জিলেটিন স্টিক। জানা গিয়েছে ৬০টি বাক্সের মধ্যে প্রায় বারো হাজার জিলেটিন স্টিক রাখা ছিল। কবে কে বা কারা এই বিপুল পরিমান বিস্ফোরক মজুদ করেছিল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রসঙ্গত, এর আগে জিলেটিন স্টিক উদ্ধার হয় বীরভূমে। কিছুদিন আগে জেলার নলহাটি এলাকার একটি বাড়ি থেকেও উদ্ধার হয় বেশকিছু জিলেটিন স্টিক। ঘটনার তদন্তে নেমে এনআইএ গ্রেফতার করে ক্রাসার মালিক মনোজ ঘোষকে। তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে লড়াই করে জিতেছেন মনোজ। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে দু’দিন আগে গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে।

Birbhum TMC : কেষ্টহীন বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে ব্যর্থ কোর কমিটি? বেকায়দায় তৃণমূল! নজরে বিরোধী শিবিরের ‘খেলা’
শুক্রবার ভোররাতে বীরভূমের পাইকর থানার কুশমোড় গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে। আগেই অবৈধ বিস্ফোরকের ব্যবসার তিন জনকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে ছিলেন মনোজ ঘোষও। সেই মনোজকে জেরা করে উঠে আসে ইসালমের নাম।

BJP West Bengal : আগ্নেয়াস্ত্র পাচারে যোগ? নন্দীগ্রাম থেকে গ্রেফতার BJP নেতা
জানা গিয়েছে ইসলাম চৌধুরীর পাশাপাশি তাঁর বাবাকেও প্রথমে আটক করেছিল এনআইএ। ইসলামের স্ত্রী-ও এবারের পঞ্চায়েত নির্বাচনে জোড়াফুলের টিকিটে লড়ে জয় পেয়েছেন বলে খবর। মহম্মদবাজার এলাকা থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় ইসলাম চৌধুরীকে প্রথমে আটক করে এনআইএ। তারপর চলে জেরা। ধৃত তৃণমূল অঞ্চল সভাপতির বাবা জানান, এনআইএ-র দল ভোর পাঁচটা নাগাদ তাঁদের বাড়িতে এসে তল্লাশি শুরু করে। সেখান থেকে উদ্ধার হয় তিনটি ডায়েরি ও একটি কম্পিউটার। তারপর ইসলাম চৌধুরীকে থানায় নিয়ে গিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁকে। তবে মনোজ ঘোষকে জেরা করে ঠিক কী ভাবে বা কোন সূত্রে দলের অঞ্চল সভাপতির নাম উঠে এল, তা এখনও স্পষ্ট নয়।

Bhangar ISF : এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি! ভাঙড়ে ধৃত ISF কর্মী
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পর্বে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তুমুল অশান্তি ও সংঘর্ষের অভিযোগ আসছে, তখনই কাটোয়ার এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকেও বোমা তৈরির উপকরণ-সহ দেড় কেজি মশলা উদ্ধারের খবর পাওয়া যায়। ওই ঘটনায় গ্রেফতার করা হয় প্রার্থীর স্বামী মিঠুন দাসকে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সেই অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি ছিল, বিস্ফোরক নয়, মাছের খাবার উদ্ধার হয়েছে। সেটাকেই বিস্ফোরক বলে দাবি করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *