Gold Smuggling: বাইকের চেন কভারে থরে থরে সাজানো সোনার বিস্কুট! BSF-এর হাতে পাকড়াও রাজমিস্ত্রি – bsf arrest a mason allegedly he was smuggling gold


মোটর বাইকের যন্ত্রাংশে বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল প্রচুর সোনা। যন্ত্রাংশ খুলে ১ কোটি ১০ লাখ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ন। রবিবার সকাল এগারোটা নাগাদ সোনার বিস্কুটগুলি উদ্ধার করা হয় বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্ত চৌকি বয়রাঘাট, বিওপি এলাকায়। টাকার লোভে পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক এক রাজমিস্ত্রী। বাজেয়াপ্ত করা হয়েছে ১ কেজি ৮৩১.৯৫ গ্রাম ওজনের ১৫ টি সোনার বিস্কুট। বাজেয়াপ্ত সোনার আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা। ধৃতের নাম জায়রুল শেখ। বাড়ি মুর্শিদাবাদের ফিরোজপুর।
Gold Smuggling : জুতো খুলে তল্লাশি করতেই চোখ কপালে! কোটি কোটি টাকার সোনাসহ ধৃত ২

১১৫ নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পেয়েছিল যে তাদের এলাকা থেকে সোনা পাচার হতে চলেছে। তথ্যের ভিত্তিতে জওয়ানরা ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন। বিওপি গেটে জওয়ানরা তাকে থামিয়ে সোনা চোরাচালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে আতঙ্কিত হয়ে তার মোটরসাইকেলের নিচের অংশে (চেইন কভারের কাছে ক্যাভিটি) সোনা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তারপরে, জওয়ানরা চোরাচালানকারীকে ঘটনাস্থলেই আটক করে এবং আরও গভীর জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে। সীমান্ত চৌকিতে এসে জওয়ানরা বাইকের সেই অংশগুলি খুলে ফেলে যেখানে চোরাকারবারি সোনা লুকিয়ে রেখেছিল। এর পরে, বাইকের যন্ত্রাংশ খুলতে, জওয়ানরা ১৫ টি সোনার বিস্কুট পান। এসব সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল চোরাকারবারিরা।
Nadia News : ৪ জনকে গাছে বেঁধে রেখে নদিয়ায় সোনার দোকানে চলল লুট, খোয়া গেল লাখ লাখ টাকার গয়না

জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে ৪ অগাস্ট ফিরোজপুর গ্রামের বাবু শেখের কাছ থেকে সোনার বিস্কুটগুলি পেয়েছে। এরপর বাবু শেখের নির্দেশনা মোতাবেক বিএসএফের ডিউটি পয়েন্ট অতিক্রম করে সৈয়দপুর বাজারে এক অজ্ঞাত ব্যক্তির কাছে সোনা হস্তান্তরের কথা ছিল। ধৃত আরও জানায় যে সোনাটি সফলভাবে ডেলিভারি করার জন্য তিনি বাবু শেখের কাছ থেকে ৩০ হাজার টাকা পেয়েছিলেন। কিন্তু, সোনা পাচারের আগেই জওয়ানরা তাকে ধরে ফেলে। সে আরও জানায়, সে রাজমিস্ত্রির কাজ করে এবং বাবু শেখ তাকে টাকা দিয়ে প্রলোভন দিয়েছে এবং সোনা চোরাচালানে জড়িয়ে পড়ে। বাজেয়াপ্ত সোনা আটক চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস জঙ্গিপুরে হস্তান্তর করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *