Howrah Patna Vande Bharat Express : হাওড়া-পাটনা বন্দে ভারত দেখতে উপচে পড়া ভিড় আসানসোল স্টেশনে – heavy crowd at asansol station to see howrah patna vande bharat express


এই সময়, আসানসোল ও হাওড়া: ৫৩৫ কিমি দূরত্বের হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হলো শনিবার। এদিন সকাল ৮টায় পাটনা থেকে এই ট্রেন যাত্রা শুরু করে। মাত্র চার ঘণ্টা ১৫ মিনিটে ট্রেনটি পৌঁছে যায় আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে। ১২টা ২০ মিনিটে ট্রেনটি রওনা দেয় হাওড়ার উদ্দেশে। ট্রেনটিকে দেখতে আসানসোলের প্রত্যন্ত এলাকা ছাড়াও স্টেশনে এসে হাজির হন ভিন জেলার বাসিন্দারাও।

অনেককেই দেখা যায়, ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ট্রেনটি পাটনা হয়ে থামবে জসিডি ও আসানসোলে। তার পর পৌঁছবে হাওড়ায়। চলতি মাসেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে পারে এই ট্রেন। তবে ভাড়া এখনও ঠিক হয়নি।

Vande Bharat In West Bengal: হাওড়া থেকে নতুন রুটে ছাড়বে বন্দে ভারত, ভাড়া কত? জেনে নিন
দানাপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সরস্বতী চন্দ্র ‘এই সময়’কে জানান, হাওড়া-পাটনা বন্দে ভারত প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। ট্রায়াল রানে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যান চন্দ্রশেখর প্রসাদ ও আঞ্জনী দুবে নামে দুই চালক। তাঁরা বলেন, ‘প্রথম অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন এই ট্রেন চালাতে পেরে আমরা গর্বিত। আনন্দ হচ্ছে।’

Jammu Tawi Express : সিগন্যাল ভেঙে ভুল ট্র্যাকে ছুটল জম্মু-তাওয়াই এক্সপ্রেস, কলকাতামুখী ট্রেনে আতঙ্কে যাত্রীরা
একই ভাবে এদিন ফেরার পথে ট্রেনটি হাওড়া থেকে বিকেল ৩টে বেজে ৫৫ মিনিটে ছেড়ে রাত সাড়ে ১০টা নাগাদ পৌঁছবে পাটনা। ফেরার পথে আসানসোলে আসার সময় ৫টা বেজে ৫১ মিনিট। ২ মিনিট দাঁড়িয়ে রওনা দেয় ট্রেন। বন্দে ভারতের খবর শুনে বাঁকুড়া থেকে চলে আসেন অশোক চৌধুরী।

তিনি বলেন, ‘বন্দে ভারত দেখতে এসেছি। এটা আমাদের গর্বের ব্যাপার। দেশের সেরা আধুনিক ট্রেন আমাদের কাছাকাছি স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। তাই ছুটে চলে এসেছি বাঁকুড়া থেকে। দরকার হলে টাকা ধার করে উঠব।’ চিত্তরঞ্জনের রেলকর্মী স্বপন দাস এবং রূপনারায়ণপুরের বাসিন্দা অতনু রায়বর্মন বলেন, ‘নীল-সাদা রঙের ট্রেনটিকে দেখে মনে হলো পুরো বিদেশি। চালু হলে অবশ্যই আসানসোল থেকে হাওড়ায় যাতায়াত করতে আমাদের সুবিধা হবে।’

Vande Bharat Train: হাওড়া থেকে ছাড়বে নতুন 2টি বন্দে ভারত! কোন কোন রুটে চলবে? ভাড়া কত জেনে নিন
আসানসোল বণিকসভার প্রতিনিধিরা এই ট্রেন চালুর খবরে খুশি। তাঁরা বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজধানীর সঙ্গে বিহারের রাজধানীর অল্প সময়ে যোগাযোগ সম্ভব হবে। এতে অবশ্যই ব্যবসার উন্নতি হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *