Madan Mitra Facebook Live : ‘আমার আর ক’দিন…’, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বলে দিলেন মদন মিত্র – madan mitra tmc leader has said about his political future on facebook live


‘কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে নোংরামি করে দলকে নোংরা করার চেষ্টা করছে, আমার তো আর ক’দিন। আমার আর ২৬-এর পর দাঁড়াবার মত জায়গা থাকবে বলে মনে হয় না। সৌগত রায় নিশ্চই ২৪-এ দাঁড়াবেন। দলটাকে বাঁচান, দল বাঁচলে আমরা বাঁচব’, সামজিক মাধ্যমে লাইভ করে ফের বিস্ফোরক মদন মিত্র। তিনি আরও বলেন, ‘তৃণমূল ভাল লাগবে না, করবেন না। কিন্তু বিজেপি-সিপিএম-কে তেল দিয়ে আমাদের দলেরই একাংশ যে ভাবে রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারা ও মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যাকে সাবোতাজ করার চেষ্টা করছেন তাঁদের আমরা ঘৃণা করি।’

মদন মিত্র আরও বলেন, ‘ক্রাইসিস এলে নেতা মন্ত্রী ছাদের ওপরে উঠে যায়, বাঁচায় কর্মীরা। যারা শুধু দিল, নিল না কিছুই। সেই পার্টির কর্মীদের বলছি, আপনাদের আমি ভালবাসি। কিছু দাদা, কিছু চিটিংবাজ পার্টির মধ্যে ঢুকে নোংরামি করে, সাবোতাজ করে, মিথ্যা খবর দিয়ে পার্টিটাকে নোংরা করার চেষ্টা করছে।’ এরপরপরেই মদন বলেন, ‘আমাদের তো আর ক’দিন, এই তো হয়ে গেল ২৩-২৪, আর এক-দু’বছর বাকি আছে। আমি আমার কথা বলছি, আমার আর ২৬-এর পরে দাঁড়াবার মতো কোনও জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতদা (সৌগত রায়) নিশ্চয় ২৪-এ দাঁড়াবেন। যা পার্টি বলবে তাই হবে। কিন্তু পার্টিটাকে বাঁচান। পার্টি বাঁচলে আমরা বাঁচবো।’

Madan Mitra : আটজনের মধ্যে রাজ্যের কোন কোন মুখ্যমন্ত্রী সৎ? কী বললেন মদন মিত্র
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল নেতা মদন মিত্রের বিভিন্ন মন্তব্যকে ঘিরে রাজনৈতিকমহলে ছড়িয়েছে জল্পনা। এমনকী সাম্প্রতিককালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘সততা’ নিয়েও মুখ খোলেন মদন। তিনি বলেন, ‘শ্রদ্ধা করি ওনাকে (বুদ্ধদেব ভট্টাচার্য)। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না, বিরল রাজনীতিবিদ, ওনার আমলে কিছু সমস্য়া হলেও উনি ভাল, এখন যারা রাজনীতিতে আসছে, তাদের মডেল।’ মদন আরও বলেন, ‘সবকিছু ছাড়িয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য সৎ। বুদ্ধবাবু যদি অসৎ হন, তাহলে ভগবান বুদ্ধর সততা নিয়েও আলোচনা করতে হয়। আমি ওনার পার্টি করি না, কিন্তু জানি, বুদ্ধদেব ভট্টাচার্যের শিরদাঁড়া সোজা’। যার প্রেক্ষিতে পালটা কুণাল ঘোষ বলেন, ‘মদনদার এই ধরণের চৈতন্যের বহিঃপ্রকাশ কেন হল সেগুলো আমরা দেখ নেব!’

Kunal Ghosh on Buddhadeb Bhattacharya: ‘এই বুদ্ধদেব বুঝিয়ে দেন গণহত্যা-গণধর্ষণ কী?’ফের বেলাগাম আক্রমণ কুণালের
এরই মাঝে ফেসবুকে দলেরই একাংশের বিরুদ্ধে সরব মদন মিত্র। সেক্ষেত্রে তিনি কি ২০২৬-এর পর আর ভোটে দাঁড়ানোর টিকিট পাবেন না, এমন কোনও ইঙ্গিত পেয়েছেন? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিকমহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *