সম্প্রতি এক বেসরকারি বাংলা সমাজ মাধ্যমে তৃণমূলের নয়া মুখকে নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায় রুদ্রনীল ঘোষকে। BJP নেতা বলেন, “রাজন্যা বোনের বাড়িতেও অর্পিতার মতো ৫০ কোটি টাকা ঢুকিয়ে দেবে বলে তৃণমূল নেতারা নিজেরা মারামারি করছে।” তিনি আরও বলেন, “এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না। অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্যা বোনকে বলব, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে। খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে, সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না।”
এ দিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন,”উনি যে মন্তব্য করেছেন তা মারাত্মক। উনি সাক্ষাৎকারে বলছেন কত টাকায় রাজন্যাকে কেনা হবে। অত্যন্ত অবমাননাকর এই মন্তব্য। আমার কথা যারা শুনছেন তাদের মা-বোনেদের নিয়ে যদি এই মন্তব্য করা হত! ভেবে দেখুন তো কতটা অসম্মানজনক। আমাদের নেহাত সহবত শিক্ষা আছে। নইলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নির্দেশ দিতেন, তাহলে ওঁর কী হল হত কল্পনাও করতে পারতেন না।” এখানেই শেষ নয়, তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা বলেন, “BJP মা বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু, বাংলায় এই জিনিস চলবে না।” রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানতে এসেছেন বলেও জানান রাজন্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০০, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।