Snake Bite : পরীক্ষার হলে সাপ কামড়াল ছাত্রীকে, চাঞ্চল্য ধূপগুড়ি গার্লস হাইস্কুলে – a girl student was bitten by a snake in examination hall at dhupguri


এই সময়, জলপাইগুড়ি ও বর্ধমান: ক’দিন আগে স্কুলের মধ্যে জল আনতে গিয়ে সাপের কামড় খেয়েছিল এক খুদে পড়ুয়া। আর শনিবার স্কুলের ক্লাসরুমে বসে পরীক্ষা দেওয়ার সময়ে সাপের কামড় খেল দশম শ্রেণির এক পড়ুয়া। এদিন দুপুরে ধূপগুড়ি গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে এসেছিল ক্লাস টেনের ছাত্রী সোহা আখতার। রাত জেগে সে পরীক্ষার প্রস্তুতিও নিয়ছিল।

কিন্তু এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তার চিৎকারে আতঙ্ক ছড়ায় অন্য পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই সে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার পূর্ব বর্ধমানের কালনা শহরের মহিষমর্দিনী বালিকা বিদ্যালয়ে সেকেন্ড সামেটিভের পরীক্ষা চলাকালীন স্কুলের বারান্দায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Bardhaman News : স্কুল চত্বরে সাপের আতঙ্ক! ভয়ে পরীক্ষা বন্ধ কালনার স্কুলে
বাতিল করে দিতে হয় শুক্রবারের পরীক্ষা। সর্প বিশারদ শিবেন্দ্র সরকারকে ডেকে পাঠান স্কুল কর্তৃপক্ষ। তিনি এসে অবশ্য সাপ খুঁজে পাননি। তবে মোবাইলে তুলে রাখা ছবি দেখে তিনি জানান, সেটি নির্বিষ বেত আছড়া সাপ। ধূপগুড়ির ঘটনাটি অবশ্য তুলনায় বেশ গুরুতর। ওই স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছিল। এদিন ছিল জীবন বিজ্ঞানের পরীক্ষা।

সোহা যে হলে পরীক্ষা দিচ্ছিল, সেখানে জনা পঞ্চাশেক পরীক্ষার্থী ছিল। সোহাকে সাপ কামড়েছে জানার পরপরই সব পড়ুয়াকে বের করে আনা হয় হল থেকে। তবে ঠিক কী সাপ তাকে কামড়েছে, তা সোহা, তার সহপাঠী বা শিক্ষকরা বলতে পারেনি। পরীক্ষা হলের দায়িত্বে থাকা শিক্ষিকা মাধুরী বড়গাঁও বলেন, ‘আজকের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। স্কুলের ক্লাসরুমের পিছনেই জঙ্গল রয়েছে। ভয়ে আমরা ক্লাসরুমের জানলা পর্যন্ত খুলতে পারি না। কীভাবে সাপটি ক্লাসরুমে ঢুকে পড়ল এবং সেটি কী সাপ–তা অবশ্য বলতে পারব না।’

Snake In Digha Sea Beach: আরব সাগরের বিষাক্ত সাপের দেখা! দিঘার সমুদ্র নিরাপদ নয়? মুখ খুলল বন দফতর
স্কুলের কাছে জঙ্গল এবং স্কুল চত্বরে জল জমে থাকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও। স্কুলের শিক্ষিকা সুমনা রায়ও বলেন, ‘স্কুল চত্বর সপ্তাহে দু’-একবার পরিষ্কার করাই হয়। তবে ড্রেন দিয়ে ঠিকমতো জল না-যাওয়াতেই মাঠে জল জমে থাকছে বলে মনে হয়। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত গোটা স্কুল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করুন। আমরা প্রত্যেকেই আতঙ্কিত।’

হাসপাতালে সোহা বলে, ‘আমি পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ পায়ে কিছু কামড়াল বলে মনে হলো। মাথা নিচু করে দেখি, একটা সাপ চলে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করি। সঙ্গে সঙ্গেই আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’ তার মা লাইলি বেগম অবশ্য জানান, হাসপাতালে থাকলেও মেয়ে আপাতত অনেকটাই সুস্থ।

Uttar 24 Pargana News : টাকিতে স্কুলের ল্যাবরেটরিতে ভয়াবহ বিস্ফোরণ! হাসপাতালে শিক্ষক-ছাত্রীরা
সর্প বিশারদ মিন্টু চৌধুরী বলেন, ‘যে স্কুলে ছাত্রীকে সাপ কামড়েছে, সেই স্কুলের অবস্থা সাপ থাকার জন্য একেবারে উপযুক্ত। চারদিকে জল জমে থাকায় সাপ নিরাপদ এবং উঁচু শুকনো জায়গার খোঁজে গোডাউন, ঘরের ভিতরে আশ্রয় নেয়। এক্ষেত্রেও তেমনটা হয়েছে বলে মনে হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *