Talk To Mayor KMC: কলের মুখ ২ বার ভাঙলে জলের সংযোগ বিচ্ছিন্ন, অপচয় রুখতে কড়া পুরসভা – kolkata mayor firhad hakim takes strict decision to save water


কল রয়েছে, কিন্তু কলের মুখ নেই। আর সেই কল দিয়ে অবিরাম জল পড়ে চলেছে। এই দৃশ্য শহর কলকাতায় দেখা যায় হামেশাই। বেশিরভাগ সময়ই কোনও ঝগড়া হলে তার বলি হতে হয় কলেজ মুখকে। আবার কোনও নেশারুর খোরাকে টান পড়লে তিনিও নিশ্চিন্ত মনে কলের মুখটিকে সুন্দর করে খুলে নিয়ে চলে যান এবং বিক্রি করে দেন।

কোনও নির্দিষ্ট একটি অংশ নয়, এই দৃশ্য দেখা যায় শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে। কিন্তু, এবার জলের অপচয় রুখতে কড়া কলকাতা পুরসভা। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বার্তাও দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

Talk To Mayor Kolkata : ভাম বিড়াল ও বেজি নিয়ে অভিযোগ ‘টক টু মেয়র’-এ
শনিবার ‘টক টু মেয়র’-এ এই বিষয়ে পুরসভার দৃষ্টি আকর্ষণ করে একটি ফোন আসে মেয়র ফিরহাদ হাকিমের কাছে। জনৈক কলকাতার নাগরিক ভেঙে যাওয়া কল সংস্কার করে বসানোর অনুরোধ রাখেন। জল অপচয় রুখতে তাঁর এই আর্জি শুনে নড়েচড়ে বসেন মেয়র। কেন শহর কলকাতায় এভাবে জল নষ্ট হচ্ছে তা নিয়ে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের প্রশ্ন করেন ফিরহাদ হাকিম।

আধিকারিকদের কথায়, এই ধরনের অভিযোগ সামনে এলেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করা হয়। তড়িঘড়ি লাগানো হয় কলের মুখ। কিন্তু, তা সত্ত্বেও রাতের অন্ধকারে অনেক সময় ট্যাপের মুখ গায়েব হয়ে যায় বা তা ভেঙে দেওয়া হয়।

Behala Road Accident : দখলদারি আর খোঁড়া রাস্তায় ‘নরক’ বেহালা
এরপরেই কলকাতায় মেয়র আধিকারিকদের নির্দেশ দেন, কোনও ট্যাপের মুখ দুই বারের বেশি লাগানো যাবে না। যদি দুইবার ট্যাপের মুখ লাগানোর পরেও দেখা যায় সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছে তা, সেক্ষেত্রে জলের লাইন কেটে দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিকের কথায়, “এটি নির্দিষ্ট কোনও অংশের সমস্যা নয়। শহরের বিভিন্ন এলাকা থেকে এই সমস্যার কথা আসে। মূলত যাঁরা মাদক আসক্ত থাকেন তাঁরা অনেকেই এই কলের মুখ খুলে নিয়ে চলে যান। এছাড়াও বিভিন্ন পাড়ার সমস্যায় বলি হতে হয় কলের মুখকে। সেক্ষেত্রে জল অপচয় হওয়ার একটা বড় সমস্যা দেখা যায়।”

Howrah Mangla Haat : কবে থেকে খুলছে হাওড়া মঙ্গলাহাট? ব্যবসায়ীদের খুশির খবর দিলেন ফিরহাদ
মেয়রের এই সিদ্ধান্তে একদিকে যেমন জলের অপচয় রোধ করা সম্ভব হবে তেমনই জলের লাইন কাটার ভয়ে বিষয়টি নিয়ে আরও সচেতন হবেন সাধারণ মানুষরা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ফিরহাদ হাকিম জানান, জলের অপচয় ঠেকানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *