আগ্নেয়াস্ত্র হাতে TMC কর্মীর দাপাদাপির অভিযোগ ঘাটালে, আতঙ্কিত স্থানীয়রা


বন্দুক হাতে TMC কর্মীর দাপাদাপি। অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। স্থানীয়দের তৎপরতায় পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তবে, আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। যদিও গোটা ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ঘাটালের মনসুকায় মাচার নিচ থেকে উদ্ধার বন্দুক। অভিযোগ, বিজেপির মিছিল চলছিল। তাই অস্ত্র হাতে শাসকদলের কয়েকজন কর্মীর দাপাদাপি দেখা যায় এলাকায়। স্থানীয়দের নজর পড়তেই বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু করেন তাঁরা। আর তখনই বন্দুক ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Road Accident : দাসপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কা দোকানে, সাতসকালে মৃত ১
রবিবার সন্ধায় Paschim Medinipur -র ঘাটালের দৌলতচক থেকে একটি বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রীতম মান্না (বাপ্পা) বলে তৃণমূলের এক কর্মী ওই বন্দুক নিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল। স্থানীয়রা দেখে ফেললে সে বন্দুকটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করে।

Paschim Medinipur Police : নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশকর্মীকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, খড়গপুরে মৃত্যু ASI-এর
যদিও স্থানীয়, বিজেপি কর্মীদের অভিযোগ এলাকায় একটি বিজেপির বিজয় মিছিল চলছিল। তখনই তৃণমূলের কয়েকজন কর্মী হাতে বন্ধুকে নিয়ে এলাকায় দাপাদাপি করছিল। আর হাতে বন্দুক দেখে বিজেপি কর্মীরা তাড়া করতেই অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় বন্দুকটি ফেলে দিয়ে যায় বলে অভিযোগ।

Paschim Medinipur : BJP কর্মীকে বেধড়ক মারের পর মাংসের দোকানে আগুন! কাঠগড়ায় তৃণমূল
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে বন্দুকটি এলাকারই একটি মাচার তলা থেকে উদ্ধার করে। যদি ইতিমধ্যে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে এই ঘটনার সঙ্গে তাদের কোনও কর্মীর যোগাযোগ নেই।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগেই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটির নিচ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়।

Paschim Medinipur News : ঘাটালে বামপ্রার্থীর এজেন্টের রহস্যমৃত্যু! পরিবারের দাবি ‘খুন’!

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকা থেকে মোট ৩৬টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪৫০টি আগ্নেয়াস্ত্রের অংশ উদ্ধার করা হয়। গোয়ালতোর থানার পুলিশ মাটির নিচ থেকে বন্দুক, তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এবার ঘাটালের ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়াল। অপরাধীদের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। কে বা কারা ওই অঞ্চলে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *