পুজোর আগে স্বস্তি! পোড়া স্মৃতি নিয়েই নতুন উদ্যমে ব্যবসা শুরু মঙ্গলাহাটের ব্যবসায়ীদের


মাথায় ত্রিপলের আচ্ছাদন। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের চিহ্ন। মনের মধ্যে রয়েছে সেদিনের বিভীষিকার আতঙ্ক। এর মধ্যে নতুন আশা নিয়ে রুজিরুটির জোগাড় মঙ্গলাহাট চালু হল সোমবার থেকে। ধীরে ধীরে সেজে উঠছে হাওড়ার পোড়া মঙ্গলা হাট। আজ থেকে ব্যবসায়ীরা পোড়া হাটে ত্রিপল টাঙিয়ে তাদের জায়গায় নতুন করে ব‍্যাবসা শুরু করল। গত ২০ জুন মধ‍্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় মঙ্গলা হাটের একাংশ। পুড়ে ছাই হয়ে যায় আড়াই হাজারেরও বেশি দোকান। সেই জায়গা পরিস্কার করে ব্যবসায়ীদের পুনরায় বসতে ১৭ দিন কেটে গেল।

Howrah Mangla Haat : কবে থেকে খুলছে হাওড়া মঙ্গলাহাট? ব্যবসায়ীদের খুশির খবর দিলেন ফিরহাদ
যদিও এখনও সম্পূর্ণ জায়গা পরিস্কার না হওয়ায় সব ব্যবসায়ী এখনও বসতে পারেনি। তাহলেও আজ থেকে প্রায় ৭৫ শতাংশ ব্যবসায়ীরা বসতে সফল হয়েছেন বলে খবর। ব্যবসায়ীদের মতে, হাওড়া পুরসভা ও পুলিশ প্রসাশনের সাহায্যে তাঁরা আবার ব‍্যাবসা শুরু করতে পারলেন। তবে আগের মত বিকিকিনি হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে বলে ব্যবসায়ীরা জানান।

Hooghly River : শ্যামপুরে হুগলি নদীর পাড়ে ধাক্কা পণবাহী জাহাজের! জলোচ্ছ্বাস, আতঙ্ক
এদিকে CID ও ফরেন্সিক দলকে যে তদন্ত ভার দেওয়া হয়েছে, তাও প্রায় শেষ পর্যায় বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, মুখ‍্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা ঋণের বোঝা মাথায় না চাপিয়ে আমাদের সম্বলটুকু নিয়েই আজ থেকে নতুন করে ব‍্যাবসা শুরু করলাম। আশা করি পুজোর মধ‍্যে আবার জমে উঠবে এই পোড়া মঙ্গলা হাট।

Car Scrapyard : দুমড়ে-মুচড়ে ফেলা হবে গাড়ি! রাজ্যে তৈরি হচ্ছে প্রথম স্ক্র্যাপইয়ার্ড, লাইসেন্স দিল সরকার
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় মঙ্গলা হাটের একাংশ। বহু ছোট বড়ো ব্যবসায়ীর মাথায় হাত পড়ে। ঘটনার দিনেই সকালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই হাট নতুন করে নির্মাণ করার ব্যাপারে আশ্বাস দেন। প্রাথমিকভাবে, হাট সরিয়ে নিয়ে অন্যত্র করার কথা উঠলেই স্থানীয় ব্যবসায়ীরা রাজি হননি।

Yatri Sathi App : হাওড়ায় বন্ধ হল ‘প্রি-পেড ট্য়াক্সি’! ‘ভবানীপুর পাঁচশো’! যেমন খুশি দর!

তবে, দুদিন আগেই নবান্ন থেকে মঙ্গলা হাটের জমির মালিকানা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বেসরকারি মালিকানা থাকায় হাটের জমি হস্তান্তর করে সেই জায়গায় নতুন মার্কেট বিল্ডিং তৈরির করার কথা ভাবছে রাজ্য সরকার। যদিও, সেই বিষয়ে কতোটা পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও এখনও কিছু জানানো হয়নি। মঙ্গলা হাটে আগুন লাগল কী ভাবে তা নিয়ে তদন্ত করছে CID। ঘটনার পেছনে অন্তর্ঘাতের তত্ত্ব তুলে ধরেছিলেন হাটের ব্যবসায়ীদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *