‘পুলিশে ভরসা নেই’, কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে আদালতে নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা


কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে Calcutta High Court-এর দ্বারস্থ হল নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা। পঞ্চায়েত বোর্ড গঠনের আগে তাঁদের লাগাতার হুমকি, মিথ্যা মামলার চোখ রাঙানির সামনে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। BJP প্রার্থীদের মামলা গ্রহণ করেছে আদালত। নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭ টি পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা বোর্ড গঠনে যাতে হাজির থাকতে না পারেন তাই কাউকে পুরনো মামলা পুলিশ তলব করছে, কোথাও রাজ্যের শাসক দল জয়ীদের নিজেদের এলাকায় ঢুকতে দিচ্ছে না। এই অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টে গেল বিজেপি।

Buddhadeb Bhattacharya Suvendu Adhikari: &amp#39;ওঁর মতো সৎ রাজনীতিবিদ বিরল… একের বদলে দুই হবে কিনা সন্দেহ&amp#39;, আরোগ্য কামনায় শুভেন্দুর মুখে বুদ্ধ প্রশস্তি
বুধবার নন্দীগ্রামে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা রয়েছে। তার আগেই আদালতের দ্বারস্থ হয় BJP প্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি। তবে নন্দীগ্রাম ছাড়া রানাঘাট ১ ব্লক, হবিবপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় একইভাবে বোর্ড গঠনে বিজেপি, সিপিএম, কংগ্রেস আবার কোথাও নির্দল জয়ী প্রার্থীকে বোর্ড গঠনে অংশ নেওয়া ঠেকাতে দুষ্কৃতীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ।

Calcutta High Court : নন্দীগ্রামে জয়ী ১৫ জন BJP প্রার্থীকে রক্ষাকবচ আদালতের, গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ
এই অবস্থায় পুলিশ নিরাপত্তায় বোর্ড গঠন, আবার কোথাও বোর্ড গঠনে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়ার দাবিতে মামলার আবেদন গ্রহণ করে আদালত। আজ দুপুর দুটো ও তিনটে এবং কাল যাবতীয় মামলার শুনানির সম্ভবনা। পুলিশের নিরাপত্তার উপর BJP জয়ী প্রার্থীরা ভরসা করতে পারছেন না বলে জানানো হয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Calcutta High Court : &amp#39;আগাম জামিন চাইছেন না কেন?&amp#39;, নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীদের &amp#39;ভয়&amp#39; নিয়ে প্রশ্ন হাইকোর্টের
প্রসঙ্গত, এর আগে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল বিধায়ক, জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কুণাল ঘোষরা কয়েকদিন আগেই উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান হয়।

Bankura Ballot Box Case : হাইকোর্ট ডেকে পাঠিয়েছে! আচমকাই বদলি সেই বিডিও!

অন্যদিকে, নন্দীগ্রামের একাধিক BJP নেতাকে ভোটের আগে থেকেই আদালতের রক্ষাকবচ দেওয়া নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষাকবচ থাকার কারণেই অনেক BJP নেতা কর্মীদের প্রতি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি করেন অভিষেক।
এবার পঞ্চায়েত বোর্ড গঠনের আগে উল্টে পুলিশের নিরাপত্তার ত্রুটির দাবি করে আদালতের দ্বারস্থ হলেন BJP জয়ী প্রার্থীরা। রাজনৈতিক মহলের ধারণা, নন্দীগ্রাম এমনিতেই রাজ্য রাজনীতির হটস্পট হয়ে রয়েছে। এই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *