বেহালার ঘটনায় শিক্ষা! কুইজের মাধ্যমে পড়ুয়াদের ট্রাফিক নিয়ম শেখাল পুলিশ কাকুরা


বেহালার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। রাস্তার ধারের স্কুলগুলির অভিভাবকদের ঘুম উড়েছে বেহালা পড়ুয়া মৃত্যুর ঘটনায়। স্কুলের পড়ুয়াদের জন্য ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপারের শিক্ষার ব্যবস্থা করেছে একাধিক জেলার ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশ। এবার কুইজের মাধ্যমে ট্রাফিক নিয়মের শিক্ষাদান হল হুগলি জেলার চন্দননগরে।

Hooghly News : শুভেন্দুর হাত ধরে BJP-তে যোগদান, ধরনা মঞ্চে তৃণমূলে ঘর ওয়াপসি চুঁচুড়ায়
কুইজের মাধ্যমেই ট্রাফিক আইন শিখল স্কুল পড়ুয়ারা। বেহালায় স্কুলের সামনে পথ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্কুলে স্কুলে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন শেখাতে উদ্যোগ নিল চন্দননগর পুলিশ। চন্দননগর ট্রাফিক পুলিশের মাইক প্রচার চলছে ট্রাফিক আইন মেনে চলা বাইক চালানোর সময় হেলমেট পড়ার জন্য সচেতনতায়।

Indian Railway : অমৃত ভারত প্রকল্পে খোলনলচে বদলে যাবে হুগলির এই ৪ স্টেশনের
পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন করা হচ্ছে। আজ চুঁচুড়া ও চন্দননগরের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ তার টিম নিয়ে হাজির হন চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলে। জিটি রোডের পাশে এই স্কুল হওয়ায় দূর্ঘটনার আশঙ্কা থেকে যায় সব সময়। তাই এই স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের পথ নিরাপত্তার পাঠ দেওয়া হয়।

Hooghly News : টার্গেটে প্রবীণ নাগরিকরা, বহুজাতিক সংস্থার নামে প্রতারণা! হুগলিতে ধৃত ৮
শুধু বক্তৃতা শোনায় ছোটোদের অনিহা থাকে। তাই কুইজের মাধ্যমে মজার ছলে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের ট্রাফিক আইন বোঝান পুলিশ আধিকারীকরা। কী ভাবে পথ চলতে হয়, জেব্রা ক্রসিং কী, কোন সিগন্যালের কী ভূমিকা? জাতীয় সড়ক রাজ্য সড়কে কীভাবে গাড়ি চালানো উচিত? এসব কিছুই শেখানো হয় খেলার ছলে।
ট্রাফিকের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন দেখিয়ে প্রশ্নত্তোর পর্ব চলে। মজা করে কুইজের উত্তর দেয় পড়ুয়ারা। উত্তর সঠিক হলে মেলে পুরস্কার। ট্রাফিক আইনের অনেক কিছু যা জানা ছিল না তা জেনে খুশি পড়ুয়া শিক্ষকরা। অনুকুল চন্দ্র স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলি বলেন, ‘পুলিশের এই উদ্যোগ খুবই ভালো। বিশেষ করে বেহালার ঘটনার পর এই উদ্যোগ। আমাদেরও অনেক কিছু জানা ছিল না।চেষ্টা করব পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করতে।’

Hooghly News : স্কুলের মধ্যে হাঁটু সমান জল, পড়ুয়াদের নিয়ে অবস্থানে শিক্ষকরা

প্রসঙ্গত, গত ৫ অগাস্ট সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কলকাতার বেহালায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা। জানা যায়, একটি মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ যায় বড়িশা হাইস্কুলের পড়ুয়ার। ছাত্রের নাম সৌরনীল সরকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়ার বাবা সরোজ কুমার সরকারকে। সেখান থেকে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থা হয় বেহালায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *