সপ্তাহের শুরুতেই লেট মার্কের চিন্তা? কোন রাস্তা এড়াবেন, জানুন সোমবারের ট্রাফিক আপডেট


সোমবার, সপ্তাহের শুরুর দিনে Kolkata Traffic Update কী? আজকে শহরে কোথাও বড় মিটিং মিছিল আছে, নাকি শুরুর দিনে যানবাহন চলাচল ব্যবস্থা স্বাভাবিক থাকবে? ঝিরঝিরে বৃষ্টির মাঝেই কি যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হবে? জানুন, আজকের কলকাতা ট্রাফিক আপডেট।

Government Hospitals : হাসপাতালে ট্রিটমেন্ট প্লান্ট বসাতে উদ্যোগ রাজ্যের
কলকাতা ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, এদিন শহরে বড় কোনও মিটিং, মিছিল নেই। তবে কয়েকটি রাজনৈতিক কর্মসূচির জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। সোমবার বেলা ১২টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে একটি মিছিল রয়েছে। এই মিছিলটি এন সি স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, নিউ রোড হয়ে শহিদ মিনার পর্যন্ত যাবে।

Kolkata Rain : এল নিনোর চোখ রাঙানি উড়িয়ে বর্ষার ‘অ্যাকশন’, দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি
এই মিছিলের জন্য সংশ্লিষ্ট সময় ওই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। এছাড়া শহরে বড় কোনও সমাবেশের আয়োজনের কোনও খবর নেই। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভোরের দিকে রেড রোড, হসপিটাল রোড, এসপ্ল্যান্দেড রো, কুইনস ওয়ে কুচকাওয়াজের প্রস্তুতিতে জন্য কিছুক্ষণ সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

Ferry Service Kolkata : জলপথ পরিবহণে জোর, হুগলিতে অত্যাধুনিক আরও ৫৮ জেটি ঘাট
সকাল আটটার পর থেকে এই রাস্তাগুলিকে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আজ সকাল থেকে ট্রাফিক কিছুটা স্লো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। শহরের প্রতিটি অংশে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ হয়েছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহর জুড়ে। তবে এখনও পর্যন্ত রাস্তায় জল জমে যান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হাওয়ার কোনও খবর নেই। সকাল থেকে রাস্তায় দুর্ঘটনার কোনও খবর নেই বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Weather Update: রবিবাসরীয় সকালে মেঘালে আকাশ, সোমবার থেকেই তুমুল বৃষ্টি কোন ৩ জেলায়!

শহরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর ব্যাপারে জানানো গিয়েছে। পাশাপাশি, জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপার, হেলমেট পরার ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে। উল্লেখ্য, বেহালার দুর্ঘটনার পর থেকে দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় অনিয়ন্ত্রিত যান চলাচলের ব্যাপারে বিশেষ নজরদারি বজায় রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। যে কোনওরকম অসুবিধার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে জানানো হয়েছে। ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২২১৪ ১৪৭৫।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *