Alipurduar News : কোলের শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে চলন্ত ট্রেনে গণধর্ষণ বধূকে – a complaint of molesting a woman by threatening a moving train is reported in alipurduar


এই সময়, আলিপুরদুয়ার: চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মহিলা। অভিযোগ, মহিলার আড়াই বছরের পুত্রসন্তানকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে সহযাত্রী দুই যুবক তাঁকে ধর্ষণ করে। শনিবার রাত দশটার পর আলিপুরদুয়ারের ওই মহিলা গুয়াহাটি থেকে ডাউন সিফং এক্সপ্রেসের অসংরক্ষিত কামরায় তাঁর শিশুপুত্রকে নিয়ে উঠেছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ট্রেনটি আলিপুরদুয়ার জংশন স্টেশনে ঢোকার পরেই তিনি বিধ্বস্ত অবস্থায় আরপিএফের কাছে ছুটে যান। সব শুনে তৎপর হয়ে ওঠেন জওয়ানরা।

Indian Railways : এবার প্ল্যাটফর্মেই মিলবে জেনারেল কোচের খাবার
অসমের কোকরাঝাড়ের বাসিন্দা দুই যুবক মনিউল হক ও নায়ানাল আবদুলকে গ্রেপ্তার করে আরপিএফ। এর পর অভিযুক্তদের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। নির্যাতিতার বয়ান অনুসারে, ওই দুই যুবক কোকরাঝাড় স্টেশন থেকে ট্রেনটির অসংরক্ষিত কামরায় ওঠে। ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের শ্রীরামপুর স্টেশন পার করার পরে অসংরক্ষিত কামরার অন্য যাত্রীরা নেমে যান।

Nadia News Today : লোকাল ট্রেনে পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে লুঠের চেষ্টা, ব্যর্থ হয়ে ‘ধাক্কা’! ধৃত ১
কামরায় রয়ে যান শিশুপুত্র কোলে ওই মহিলা ও দুই যুবক। অভিযোগ, ফাঁকা কামরার সুযোগ নিয়ে ওই দুই যুবক তাঁকে কু-প্রস্তাব দেয়। তিনি তাতে রাজি না হওয়ায়, তাঁর কোলে থাকা শিশুসন্তানকে ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলার হুমকি দেয় ওই দুই যুবক। ছেলের প্রাণ বাঁচাতে নিজের সম্ভ্রম খোয়ান মহিলা।

Jyotirmoy Singh Mahato And S S Ahluwalia : একই দল-একই পদ, কিন্তু ভিন্ন মানসিকতা দুই BJP সাংসদের! ব্যাপারটা কী?
রবিবার দুই অভিযুক্তকে আলিপুরদুয়ার এসিজেএম আদালতে পেশ করে পাঁচ দিনের রিমান্ডে নেয় জিআরপি। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল কমিশনার দীপক চৌধুরী বলেন, ‘নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’ কিন্তু রাতের ট্রেনে আরপিএফ জওয়ানদের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য এড়িয়েছেন রেলকর্তারা। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশী বলেন, ‘ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *