Howrah News : ড্যানিয়েলের সামনে মহিষাসুরমর্দিনী! হোমের খুদেদের নাচ দেখে মুগ্ধ সুইস ব্যক্তি – switzerland man came to howrah uluberia to pariticipated in durga puja dance drama


বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাচ দেখে মুগ্ধ বিদেশি নাগরিক। ‘তোমাদের নাচ আমার ভালো লেগেছে। তোমরা এইভাবে ভারতের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাও।’ সোমবার নিজের দেশের ভাষায় এইভাবে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্তা দেন সুইজারল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল ফিঞ্জি পাসকা।

সুইজারল্যান্ডের সঙ্গে ভারতের সংস্কৃতির মেলবন্ধনের উদ্দ্যেশে ১০ দিনের ভারত সফরে এসেছেন সেদেশের বাসিন্দা ড্যানিয়েল ফিঞ্জি পাসকা। সোমবার তিনি উলুবেড়িয়ায় আসেন। জানা গিয়েছে, গতবছর দুর্গাপুজোর সময় আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ‘মহিষাসুরমর্দিনী’ নৃত্যনাট্য প্রদর্শন করেছিল। যেটা ড্যানিয়েলকে মুগ্ধ করেছিল। তারপরেই তিনি উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে আসার ব্যাপারে মনোস্থির করেন।

WBCS Coaching: ‘পাখির চোখ’ WBCS-সরকারি চাকরি? বিনামূল্যে প্রস্তুতির সুযোগ দিচ্ছে প্রশাসন
এদিন উলুবেড়িয়া আসতেই ফের মুগ্ধ ড্যানিয়েল। এদিন ড্যানিয়েলের সামনে আশা ভবন সেন্টারের শিশুরা নারীশক্তি প্রদর্শন করে দেখায়। এদিন শিশুদের অনুষ্ঠান দেখে উচ্ছ্বসিত ড্যানিয়েল। তিনি জানান, বিশ্বব্যাপী মানবিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মিশন দূত হিসাবে মানবজাতিকে একটি সুন্দর বিশ্ব তিনি উপহার হিসেবে দিতে চান।

সাংবাদিকের তিনি বলেন ‘মানবজাতিকে আমি একটি সুন্দর বিশ্ব উপহার হিসেবে দিতে চাই। সেই কারণেই আমার এই দেশে আসা। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করায় আমি খুবই আনন্দিত। এই খবর শোনার পর আমার খুবই ভালো লেগেছে। যেভাবে এখানকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা পারফর্ম করল, তাতে আমি অত্যন্ত খুশি।’

WB Primary School : স্কুলের মধ্যেই ‘বীরনগর এক্সপ্রেস’! পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ প্রাথমিকে
অন্যদিকে ড্যানিয়েলের এই উদ্যোগে খুশি আশা ভবনও। সেন্টারের কর্ণধার জন মেরি বারুই এ প্রসঙ্গে বলেন, ‘ড্যানিয়েল আমাদের সেন্টারের শিশুদের মহিসাসুরমর্দিনী নৃত্যনাট্য দেখেছিলেন। যেটা আজ নিজের চোখে দেখলেন। ভারতের সঙ্গে সুইজারল্যান্ডের এই সাংস্কৃতিক মেল বন্ধন আগামীদিনে এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নতুন বার্তা দেবে বলেই আমার মনে হয়। ড্যানিয়েলের এখানে আসায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। তাঁর প্রতি অনেক অনেক শুভকামনা রইল।’

Rohit Sharma : ‘ঠিক করেছিলাম দেখবই না…’, ২০১১ বিশ্বকাপ নিয়ে এ কী মন্তব্য রোহিতের?
এদিকে সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর অভিভাবক বলেন, ‘বাচ্চারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে দারুণভাবে পারফর্ম করেছে। বিদেশে থেকে যিনি এসেছিলেন তিনি এই নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। এই সমাজে অনেক সময় ওদের অবহেলিত হতে হয়, কিন্তু ড্যানিয়েলকে কাছে পেয়ে ওরা আনন্দ পেয়েছে। আশা ভবন সেন্টারের এই উদ্যোগও নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ বাচ্চাদের ওরাই প্রশিক্ষণ দিয়েছে। এই কারণে আমরাও ভীষণ খুশি হয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *