Salt Lake Road : স্ট্রিট লাইটের হাল-বেহাল! রাতের সল্টলেকে ঝুঁকিতে পথচারী থেকে গাড়িচালকরা – salt lake many street light in salt lake are not working properly says residents


শহরের উপকণ্ঠ হিসেবে সল্টলেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু সেই সল্টলেকেই এবার বড়সড় বিপদের ঝুঁকি। সল্টলেকে রাস্তা একদিনে যেমন খানাখন্দ ও গর্তে ভর্তি, তেমনই বিভিন্ন অংশে রাস্তার আলোর হালও বেহাল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রাস্তা ও খারাপ হয়ে থাকা স্ট্রিটলাইট মেরামত করা হয়নি বলে অভিযোগ।

সল্টলেকের রাস্তায় এমন কিছু স্ট্রেচ আছে যেখানে সঠিক আলোর ব্যবস্থাও নেই বলে জানা গিয়েছে। সেই কারণে রাতের সল্টেলেকে রাস্তায় গাড়ি চালনো এখন প্রায় আতঙ্কের হয়ে গিয়েছে। বর্ষার মরসুমের রাস্তায় থাকা গর্ত জলে ভরে থাকছে। সেই কারণে গাড়িচালক বা পথচারীরা দূর থেকে দেখে কোনওভাবেই তা বুঝে উঠতে পারছেন না।

Kolkata Metro Work: ঝড়ের বেগে চলছে মেট্রোর কাজ, ট্রাফিক সচল রাখতে যান নিয়ন্ত্রণ চিনার পার্ক-টেকনোপলিসে
সল্টলেকের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে এমন ছবিই ধরা পড়েছে। সেখানে একদিকে যেমন রাস্তার আলোর বন্ধ, তেমন বিভিন্ন অংশে মিলেছে গর্তের হদিশ। নিউটাউন বাউন্ড থেকে সল্টলেক বাইপাস ধরে ফার্স্ট ক্রস রোড হয়ে যে রাস্তা সল্টলেকের দিকে যাচ্ছে, সেখানে একটি স্ট্রিট লাইট নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এটি সল্টেলেকের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বলে জানা গিয়েছে। প্রত্যেকদিন চিংড়িঘাটা ফ্লাইওভার থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই প্রচুর গাড়ি সল্টলেকে ঢোকে বলে জানা গিয়েছে।

Kolkata Traffic : চাইলে ব্যবস্থা নেওয়া যেত, দেখাল সৌরনীলের মৃত্যু
সাধারণত সল্টলেকে ১৫ থেকে ২৫ ফুট দূরত্বে বাতিস্তম্ভ লাগানো হয়েছে। কিন্তু সেখানে থাকা লাইটগুলির কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় হরেক রকমের তারে বিদ্যুতের খুঁটিগুলি মোড়ানো রয়েছে। তারের ওজনের কারণে বিদ্যুতের খুঁটিগুলি বিপজ্জনকভাবে রাস্তার উপর ঝুলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সামনে একইভাবে লাইটপোস্টগুলিরে রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলতে দেখা গিয়েছে। বিকা ভবন থেকে সিটি সেন্টার অবধি ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচলকারী পথের নীচের রাস্তার একটা বড় অংশ সূর্যাস্তের পরই অন্ধকারে ডুবে থাকছে। সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়িচালকরা।

Maa Flyover : ৪ রাত বন্ধ থাকবে মা ফ্লাইওভার, বিকল্প কোন রুটে ঘোরানো হবে ট্রাফিক
এখন এই সমস্যার সমাধান নিয়ে কী ভাবছে বিধাননগর পুরসভা? মেয়র কৃষ্ণা চক্রবর্তী এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে বলেন, ‘আমাদের সঙ্গে যে সংস্থার চুক্তি রয়েছে, তাঁরা ঠিক মতো কাজ করছে না। আমরা চুক্তি বাতিলের পদ্ধতি শুরু করেছি। কিন্তু তাসত্ত্বে কোথাও যদি আলো না জ্বলে অথবা লাইট খারাপ হয়ে যায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তা ঠিক করিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডেই এই কাজের জন্য বিশেষ টিম রয়েছে। আমরা যদি জানতে পারি, সঙ্গে সঙ্গে লাইট ঠিক করিয়ে দেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *