Siliguri News : শিলিগুড়িরবাসীর জন্য সুখবর! তৈরি হচ্ছে বাজি হাব, ব্যবসায়ীদের জন্যও নয়া গাইডলাইন – firecrackers hub is going to founded at siliguri north bengal


শিলিগুড়িতে এবার হতে চলেছে বাজি হাব। আর সেই হাবে গিয়ে নানা ধরনের বাজি কিনতে পারবেন মানুষ। শিলিগুড়িতে বিভিন্ন বাজারে বাজির দোকান রয়েছে। ভিড় বাজার এলাকাগুলিতে বাজির দোকান থাকায়, অনেক সময় বিপদের আশঙ্কা থেকে যায়। এছাড়াও অভিযোগ, বেশকিছু ব্যবসায়ী বিনা লাইসেন্সে বাজি বিক্রি করেন। যেই কারণে এবার হাব তৈরি করে বাজি ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার হাব ও কারখানা নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসেন বাজি ব্যবসায়ীরা। এদিন বাজি ব্যবসায়ীদের তরফে হাবের জন্য জমি চাওয়া হয়েছে। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় বর্তমানে একটি বাজি কারখানা রয়েছে। আরও বেশ কয়েকজন বাজি ব্যবসায় নামতে ইচ্ছুক। যে কারণে তাঁরা বাজি কারখানার জন্য জমি চেয়েছেন। জানা গিয়েছে, ৪-৫ জন বাজি কারখানা খুলতে চাইছেন। এই জন্য জমি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। এদিন বাজি ব্যবসায়ীদের তরফে আরও বেশকিছু দাবি দাওয়া জেলাশাসকের কাছে তুলে ধরা হয়েছে। প্রস্তাব আকারে সেগুলি রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে ব্যবসায়ীদের জানানো হয়েছে।

Howrah Mangla Haat : কবে থেকে খুলছে হাওড়া মঙ্গলাহাট? ব্যবসায়ীদের খুশির খবর দিলেন ফিরহাদ
এই প্রসঙ্গে জেলাশাসক এস পুনমবলম জানান, বাজি বিক্রির জন্য একটি কমপ্লেক্স করা হবে। সেটি কোথায় করা যায় তা দেখা হবে। তবে শহরের বাইরের দিকেই সেটি তৈরি করা হবে। সেখানে সমস্ত বাজির দোকানগুলি থাকবে। এছাড়াও বাজি মজুত ও বিক্রির জন্য নির্দিষ্ট গাইডলাইন কয়েকদিনের মধ্যেই আসবে। সেই গাইডলাইনগুলি আসলে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে। গাইডলাইন মানলে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে।

Auto News : টাটা, মারুতি এ রাজ্যে কেন আসবে? সরকারের ‘এগিয়ে বাংলা’ পোর্টালে পাওয়া গেল উত্তর
অন্যদিকে এদিন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানান, প্রতিটি জেলাতেই বাজির কারখানা করা হবে। এতে বাংলায় আর বাইরের রাজ্য থেকে বাজি আমদানি করতে হবে না। এছাড়াও ব্যবসায়ীরা বাজি বিক্রির জন্য যাতে টেম্পোরারি লাইসেন্স পান সেই বিষয়েও এদিন আবেদন জানানো হয়েছে।

Nabanna : পরিকাঠামোয় পাশ করলে তবেই বাজি তৈরির অনুমোদন, বিশেষ টিম নবান্নর
প্রসঙ্গত, বেআইনি বাজি কারখানাকে ঘিরে বিভিন্ন সময় ঘটে যায় দুর্ঘটনা। গত মে মাসেই পূর্ব মেদিনীপুরে এগরার বেআইনি বাজি কারখানায় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ সেই বিস্ফোরণে একাধিক জনের মৃত্যু হয়। আহতও হন বেশকয়েকজন। বিস্ফোরণের অভিঘাতে বাড়িটির কাঠামো ছাড়া বাকি সমস্ত কিছু উড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ ছিল, ওই এলাকায় একাধিক বাড়িতে অবৈধ বাজি কারখানা চলে। আর কারখানাগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ নেই পুলিশ ও প্রশাসনের। ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যজুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *