Teacher Arrested: টাকা দিয়ে কেনা চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় ৪ শিক্ষককে গ্রেফতার – four teachers arrested in recruitment scam case


Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর গ্রেফতারি। টাকা দিয়ে চাকরি কেনা ‘অযোগ্য’ চার শিক্ষক গ্রেফতার। সোমবার আলিপুর নগর দায়রা আদালত নিয়োগ মামলার শুনানিতে চার শিক্ষককে গ্রেফতারির নির্দেশ দেন। ধৃতেরা অযোগ্য হয়েও টাকা দিয়ে চাকরি কিনেছেন বলে অভিযোগ।

আজ আদালতের নির্দেশে চার জন শিক্ষক হাজিরা দেন। এই চার জন শিক্ষক টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। কিন্তু সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় এদের সাক্ষী হিসেবে উল্লেখ করায় আলিপুর নগর দায়রা আদালত কেন্দ্রীয় গোয়েন্দাদের ভর্ৎসনাও করেন। এরপরই এদের অভিযুক্ত হিসেবে আলিপুর নগর দায়রা আদালতে তলব করে। আদালতের নির্দেশে এরা সোমবার হাজিরাও দেয়।
Manik Bhattacharya Wife: ইডির ব্যাখায় ‘লেডি ম্যাকবেথ’, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর মানিক ভট্টাচার্যের স্ত্রীয়ের

এই মামলার শুনানিতে বিচারক অপর্ণ চক্রবর্তী এই শিক্ষকদের আইনজীবীকে বলেন, ‘আপনার মক্কেলদের কেন জামিন দেব? এরাই সেই পাবলিক। যার জন্য এতগুলো মানুষ ভুগছে।’ বিচারক চক্রবর্তী পালটা অভিযুক্তদেরও প্রশ্ন করেন, ‘আপনাদেরই বলতে হবে যে কেন আপনাদের জামিন দেব।’
Teacher Posting Scam: ‘নিউ ব্র্যান্ড অফ স্ক্যাম’! শিক্ষক পোস্টিং দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ধৃত শিক্ষকেরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের নাম জহিরাদ্দিন শেখ, সাইগল হোসেন, সিমর হোসেন এবং সৌগত মণ্ডল। এরা প্রত্যেকেই প্রাথমিক স্কুলের শিক্ষক। এর মধ্যে সাইগার হোসেন,সীমার হোসেন দুই ভাই। বাড়ি সীল গ্রাম। একজন সিঙ্গার পশ্চিমপাড়া স্কুল এ চাকরি করে আর একজন সিলগ্রামে। জানা গিয়েছে, এরা তাপস মণ্ডলের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সিবিআই-এর কাছে তারা স্টেটমেন্ট দিয়েছিলেন। এই স্টেটমেন্টকেই হাতিয়ার করে তাপস মণ্ডলের বিরুদ্ধে তথ্য হিসেবে ও সাক্ষী হিসেবে চার্জশিটে উল্লেখ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। এই বিষয়টিতেই চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অর্পণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, নিজেরা অযোগ্য জেনেও তাঁরা টাকা দিয়ে চাকরি কিনেছেন। তারা তো বাকিদের সঙ্গে সমানভাবে অভিযুক্ত। তাই চার শিক্ষককে অভিযুক্ত বলে দাবি করে গ্রেফতারির নির্দেশ দেন।
Teacher Recruitment Scam: ‘নিজেদের মনে হচ্ছে ভয়ঙ্কর কোনও অপরাধী’, থানায় হলফনামা জমা দিতে ডাক পড়ায় বিক্ষুব্ধ শিক্ষকেরা

পর্ষদ সভাপতি, এজেন্ট, মন্ত্রীর পর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কোনও শিক্ষক। আলিপুর নগর দায়রা আদালত থেকেই তাদের সরাসরি প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার নির্দেশ। ২১ অগাস্ট অবধি তাদের রাখা হবে সেখানে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। এই ঘটনায় টাকা দিয়ে চাকরি কেনা বাকি শিক্ষকদেরও গ্রেফতারির সম্ভাবনা তৈরি হল। আর এতেই শঙ্কিত বিশেষজ্ঞ মহল, তাদের মতে এতে তদন্ত ধাক্কা খেলেও খেতে পারে, কারণ আর কেউ সাহস করে চাকরি কেনার বিষয়টি স্বীকার করবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *