Trinamool Congress : কংগ্রেসের জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ, কোলাঘাটে বোর্ড গঠনের পথে শাসক দল – two congress candidates join trinamool in kolaghat bhogpur village


সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবার বোর্ড গঠনের পালা। নির্বাচন কমিশনের ঘোষনা মতো আগামী ৯, ১০ ও ১১ আগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে রয়েছে। যার মধ্যে ছিল কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতও। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৫ টি। যার মধ্যে – তৃণমূল ১০, BJP ১০, কংগ্রেস -২, ISF ২ ও নির্দল ১ টি আসন পেয়েছিল।

Purba Medinipur : পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতের আসনে টাই, বোর্ড গঠন কে করবে? জল্পনা
সোমবার সন্ধ্যায় কোলাঘাট ব্লকে ভোগপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দুই জয়ী প্রার্থী হাসনা বানু খাতুন ও সাবিনা বিবি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র ও তৃণমূল নেতা চিত্ত মাইতির উপস্থিতিতে দলীয় জেলা কার্যালয়ে জোড়াফুল শিবিরে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করান সৌমেনবাবু।

তাঁদের দলে যোগদান করানোর পর সৌমেন কুমার মহাপাত্র বলেন, ‘দুই কংগ্রেস জয়ী প্রার্থী আমাদের দলে যোগদান করাতে ভোগপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে আমাদের অনেকটাই সুবিধে হবে। আমি আগেই বলেছিলাম যে যেসব ত্রিশঙ্কু পঞ্চায়েত রয়েছে, সেখানে তৃণমূল কাউকে জোর করবে না। আমরা এখানেও কাউকে জোর করিনি। এই দুজন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় আমাদের দলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চেয়েছেন, উন্নয়নে অংশ নিতে চেয়েছেন।’

Trinamool Congress : এক সপ্তাহে তৃতীয়বার দলবদল, তৃণমূলে যোগ BJP-র পঞ্চায়েত সদস্যার
সদ্য তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস প্রার্থী হাসনা বানু খাতুন বলেন, ‘বরাবরই আমি তৃণমূলকে পছন্দ করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো লাগে। সেই কারণেই কংগ্রেসের হয়ে জিতলেও তৃণমূলে যোগ দিলাম। কারণ কংগ্রেসে থেকে মানুষের সেবা করতে পারতাম না, আমারও কোনও লাভ হত না।’

পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে শাসক শিবিরে নাম লেখানোর হিড়িক পড়ে গিয়েছে! কয়েকদিন ধরে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে জেলায় জেলায় মঞ্চ বেঁধে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই প্রতিবাদী মঞ্চে এসে তৃণমূলে যোগ দেওয়ার লাইন লেগে গিয়েছে বলে জানা যায়।

Bankura News : BJP-র টিকিটে জয়লাভ, বাঁকুড়ায় বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ প্রার্থীর
রবিবার রাজারহাট নিউটাউন ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও মণিপুরে মহিলাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে ISF ছেড়ে তৃণমূলে যোগ দেন চাঁদপুর পঞ্চায়েতের জয়ী ISF প্রার্থী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *