ঝাড়গ্রামে পৌঁছেই কুড়মি নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী… CM Mamata Banerjees meeting with kurmi leaders in Jhargram


সুতপা সেন: জঙ্গমহলের সফরে মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে পৌঁছেই এবার কুড়মি নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কেন? এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: Teacher Recruitment Scam: নজরে এবার বাঁকুড়া, নিয়োগ দুর্নীতি মামলায় ৭ শিক্ষককে তলব সিবিআই-এর

পঞ্চায়েত ভোট তখন দোরগোড়ায়। বিভিন্ন দাবিতে কুড়মিতে আন্দোলনে নিয়ে রাজনীতির পারদ চড়ছিল রাজ্যে। বস্তুত, ঝাড়গ্রাম গিয়ে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙচুর করা হয়েছিল মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও! সেই ঘটনায় গ্রেফতার হন রাজেশ মাহাতো-সহ ১১ জন।

ঘটনাটি ঠিক কী? ঝাড়গ্রাম থেকে তখন লোধাশুলির পথে অভিষেক। রাতে স্থানীয় গড় এলাকায় রাস্তার পাশে জমায়েত করেন কুড়মি আন্দোলনকারীরা। এরপর অভিষেকের কনভয় আসতেই শুরু হয়ে যায় স্লোগান-বিক্ষোভ। সঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মীদের উপর হামলা! স্রেফ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়,পুলিস সুপারের কাছে রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর তেমনই।

এর আগে, নবান্নে কুড়মি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে ফের বৈঠক করলেন আজ, মঙ্গলবার। মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে কুড়মি নেতারা বলেন, ‘আমরা রাজ্যের শত্রু নই। আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করছি। আমরা শান্তিপূর্ণ ভাবে সংবিধান মেনে আন্দোলন করি।জাতিসত্তার দাবি কেন্দ্রীয় সরকার করছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা খুশি। কোনও রাজনৈতিক দলকে কুড়মিরা সমর্থন করবে না’।

আরও পড়ুন: NEET Rank Card Fraud: নিটের র‌্যাঙ্ককার্ডে জালিয়াতি, এমবিবিএস-এ ভর্তি হতে এসে গ্রেফতার ছাত্রী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *