Dakshin 24 Pargana Khabar : নাবালিকাদের পর্ন ভিডিয়ো দেখিয়ে চলত যৌন সম্পর্ক, গ্রেফতার গুণধর – jaynagar dakshin 24 pargana young boy arrested allegedly showing obscene video to minor girls


অশ্লীল ভিডিয়ো দেখিয়ে পাড়ার দুই নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল। ধৃতকে মঙ্গলবার পেশ করা হয়েছে বারুইপুর আদালতে। তার বিরুদ্ধে পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ ও নির্যাতিতাদের পরিবার সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক এলাকার নাবালিকাদের মোবাইল দেখিয়ে ও গেম খেলতে দিয়ে তাদের সম্পর্ক তৈরি করত। তারপর কোনও একজনকে টার্গেট করে তাকে ফাঁদে ফেলত। অভিযোগ, এরপর ফাঁকা কোনও জায়গা বা ফাঁকা কোনও বাড়িতে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক করত সে। এলাকার দুই নাবালিকার সঙ্গে গৌতম এই ভাবেই যৌন সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ। নির্যাতিতাদের একজনের বয়স ৭ ও অন্যজনের বয়স ৮ বছর।

Malda News : প্রলোভন দেখিয়ে যৌনচার, গর্ভবতী পরিচারিকা! অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বিষয়টি জানতে পারে ওই নির্যাতিতার পরিবার। এরপর তাদের পরিবারের তরফে সোমবার জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার শারীরিক পরীক্ষাও করা হয়। এলাকার আরও কারও সঙ্গে সে এই ঘটনা ঘটিয়েছে কি না সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এদিন ধৃত গৌতম মণ্ডলকে পেশ করা হয় আদালতে। এই প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, ঘটনায় নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Crime News : অপহরণের পর ১৪ বছর ধরে যৌনদাসী করে রাখার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
অতীতেও ঘটেছে এমন ঘটনা
প্রসঙ্গত, এর আগেও ঘটেছে এই ধরণের ঘটনা। বাড়িতে টিউশন পড়াতে গিয়ে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের কান্দির হাজারপাড়া নবগ্রাম এলাকায়। দোষী প্রমাণিত হওয়ায় ওই গৃহশিক্ষককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাড়িতে পড়াতে গিয়ে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে ছাত্রীকে উত্যক্ত করত ওই গৃহশিক্ষক। এমনকী ব্ল্যাকমেলও করা হত ওই ছাত্রীকে। গৃহশিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে বলেও অভিযোগ। সেই ঘটনাতেই ২০২০ সালের ৫ জানুয়ারি মুর্শিদাবাদের কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। দীর্ঘ সওয়াল-জবাব পর্বের পর গত বছর নভেম্বর মাসে ওই গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এবার সেই ধরণেরই ঘটনা দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে। এখন দেখার তদন্তে আরও কী কী উঠে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *